পর্যটন হাউসবোটে শিশুদের মাধ্যমে ফেরি করে মদ বিক্রি

পর্যটন হাউসবোটে শিশুদের মাধ্যমে ফেরি করে মদ বিক্রি

The Business Daily

Published : ২৩:৫৫, ১ আগস্ট ২০২৫

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ও আশপাশের সীমান্তবর্তী পর্যটন এলাকাগুলোর হাউসবোটে শিশুদের মাধ্যমে বিদেশি মদ বিক্রির ঘটনা বাড়ছে। পর্যটকদের কাছে নানা ব্র্যান্ডের মদ সরবরাহ করছে স্থানীয় একটি চক্র, যাদের এই কাজে ব্যবহার করা হচ্ছে ১০-১২ বছর বয়সী ছেলেদের। হাউসবোট চালক ও ম্যানেজারদের অভিযোগ, তারা মদ বিক্রির সঙ্গে যুক্ত নন, বরং পর্যটকদের কাছে মদ বিক্রি করতে আসা শিশুদের কারণে তারা বিড়ম্বনায় পড়ছেন। কেউ কেউ ছবি ও ভিডিও ধারণ করায় বিক্রেতারা পালিয়ে যায়। তাহিরপুর নৌ-পর্যটন শিল্প সমবায়ের সভাপতির মতে, স্থানীয় মাদক চক্র হাউসবোটে পর্যটকদের লক্ষ্য করে মদ সরবরাহ সহজ করছে।

উদ্বেগজনকভাবে এ কাজে ব্যবহার করা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক শিশুদের, যা পরিবেশ ও পর্যটনের সুনাম ক্ষুণ্ন করছে। তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মাদক ব্যবসায়ী ও সেবীদের কোনো ছাড় দেওয়া হবে না। পর্যটন এলাকার নিরাপত্তা রক্ষায় জিরো টলারেন্স নীতিতে অভিযান চালানো হচ্ছে।

টাঙ্গুয়ার হাওর ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে মদের অবৈধ ফেরি বিক্রি শুধু পরিবেশ নয়, শিশু অধিকার, পর্যটন ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলার জন্যও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতির অবনতি হতে পারে।

S

শেয়ার করুনঃ
Advertisement