ভারতীয় ভুয়া পরিচয়পত্রসহ কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডেল শান্তা পাল

Published : ০০:১৮, ২ আগস্ট ২০২৫
কলকাতায় ভুয়া ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে বসবাসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। কলকাতা পুলিশের বিশেষ শাখা ও স্থানীয় থানার যৌথ অভিযানে গত ৩০ জুলাই (২০২৫) তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে দুইটি আধার কার্ড, একটি ভোটার আইডি কার্ড এবং একটি রেশন কার্ড উদ্ধার করা হয়েছে, যেগুলোর সবই ভারতীয় পরিচয়পত্র।
২৮ বছর বয়সী শান্তা পালের বাড়ি বাংলাদেশের বরিশালে। জানা গেছে, তিনি ২০২৩ সালের শুরু থেকে কলকাতার পার্ক স্ট্রিট, যাদবপুর ও বিক্রমগড় এলাকায় বাস করছিলেন। তার বাংলাদেশি পাসপোর্ট, এসএসসি প্রবেশপত্র এবং রিজেন্ট এয়ারওয়েজে কাজ করার সময়ের একটি কর্মচারী পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে।
মডেলিং জগতে তিনি ‘মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ’ খেতাব অর্জন করেন এবং সামাজিক মাধ্যমে ফ্যাশন, খাদ্য ও লাইফস্টাইল বিষয়ক ব্লগিংয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। ভারতে অবস্থানকালে তিনি একটি গাড়ি ভাড়া ও অ্যাপ-ভিত্তিক ক্যাব সার্ভিস পরিচালনা করছিলেন এবং নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছিলেন।
পুলিশ জানায়, তার দু’টি আধার কার্ডে ভিন্ন ঠিকানা উল্লেখ রয়েছে—একটিতে কলকাতা এবং অন্যটিতে বর্ধমানের ঠিকানা। এসব নথির বৈধতা যাচাই করছে ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (UIDAI), নির্বাচন কমিশন এবং রাজ্যের খাদ্য দফতর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে নানা অসঙ্গতি পাওয়া গেছে। শান্তা পালের বাবা-মা, যারা কলকাতায় তার সঙ্গেই থাকতেন, এবং অন্ধ্র প্রদেশে অবস্থানরত তার স্বামীকেও নজরদারিতে রাখা হয়েছে।
কলকাতার একটি আদালতে হাজির করার পর শান্তা পালকে আগামী ৮ আগস্ট পর্যন্ত পুলিশ রিমান্ডে রাখা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তিনি একা কাজ করছিলেন নাকি কোনো বড় চক্রের অংশ ছিলেন, যারা বিদেশি নাগরিকদের জন্য ভুয়া ভারতীয় পরিচয়পত্র তৈরি করে থাকে।
বিষয়টি নিয়ে প্রশাসনের শীর্ষ মহলে উদ্বেগ তৈরি হয়েছে এবং স্থানীয় সহযোগিতা থাকলে আরও গ্রেপ্তারের সম্ভাবনার কথাও জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস