এক রাতের অভিযানে সাদাপাথর উদ্ধার ১২ হাজার ঘনফুট

Published : ২০:৩৫, ১৪ আগস্ট ২০২৫
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরের পাশের কালাইরাগ এলাকা থেকে বুধবার রাত ১২টার পর যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১২ হাজার ঘনফুট চুরি ও অবৈধভাবে উত্তোলিত পাথর উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পাথর পুনরায় নদীতে ফেলে দেওয়া হয়েছে। এর আগে পাথরবোঝাই একটি ট্রাক সড়কে আটকে দেওয়া হয়।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা প্রশাসন চুরি ও লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান জোরদার করেছে। কলাবাড়ী এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত যন্ত্রের বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। চুরি হওয়া পাথর ফেরত না আসা পর্যন্ত অভিযান চলবে এবং চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, অভিযান শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে সেনাবাহিনী সহযোগিতা করছে। সীমান্ত এলাকার কারণে সেনাবাহিনী তাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে অংশগ্রহণ করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। তাদের মূল লক্ষ্য প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা এবং অবৈধ কর্মকাণ্ড রোধ করা।
এদিকে, জাফলংয়ের বল্লাঘাট, ঝুমপাহাড় ও জিরো পয়েন্ট এলাকায় দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযানে ১০০টি অবৈধ নৌকা ভাঙা হয়েছে এবং ১৩০ ফুট বালু জব্দ করা হয়েছে। সহকারী কমিশনার পলি রানী দেব জানিয়েছেন, অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন রোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
যৌথ বাহিনীর কার্যক্রমের মাধ্যমে সিলেট অঞ্চলে অবৈধ খনিজ উত্তোলন প্রতিরোধ এবং সম্পদের সংরক্ষণে জেলা প্রশাসন দৃঢ় অবস্থান নিয়েছে।
BD/AN