সাড়ে তিন বছরের কারাদণ্ডে যুব মহিলা লীগের সাবেক নেত্রী পাপিয়া

সাড়ে তিন বছরের কারাদণ্ডে যুব মহিলা লীগের সাবেক নেত্রী পাপিয়া

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪৯, ১৪ আগস্ট ২০২৫

ঢাকার বিশেষ জজ আদালত-৩ বৃহস্পতিবার নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে সাড়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আসামিদের প্রতি ৫ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। আদালত নির্দেশ দিয়েছেন, যদি জরিমানা প্রদান করা না হয়, তবে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড কার্যকর হবে।

বিচারক আবু তাহের এ রায় ঘোষণা করেন। পাপিয়ার আইনজীবী শাখাওয়াত উল্লাহ ভুইয়া জানিয়েছেন, আসামিরা ইতোমধ্যেই আদালতের দেওয়া সাজা ভোগ করেছেন। আদালতের এই রায় দুই ব্যক্তির অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের মামলার পরিপ্রেক্ষিতে আসে।

২০২০ সালের ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামীকে জাল টাকা বহন এবং অবৈধ অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। একই বছর তাদের বিরুদ্ধে অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় পাপিয়াকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

দুদকের মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা সোয়া ছয় কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছেন। আদালত রায়ে উল্লেখ করেছেন, আসামিদের বিরুদ্ধে যথাযথ প্রমাণের ভিত্তিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে আরও কিছু মামলা বিচারাধীন রয়েছে।

বিচারপ্রক্রিয়ায় পাপিয়া ও তার স্বামীকে বিভিন্ন সময় তদন্ত ও রিমান্ডের মধ্যে রাখা হয়েছিল। আদালতের রায় সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। দেশের বিচার ব্যবস্থায় দুর্নীতি দমন ও স্বচ্ছতার প্রয়াস হিসেবে রায়টি গুরুত্ববহ বিবেচনা করা হচ্ছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement