ভারতে মৃত ভোটারদের’ সঙ্গে চা–আড্ডায় রাহুল গান্ধী

ভারতে মৃত ভোটারদের’ সঙ্গে চা–আড্ডায় রাহুল গান্ধী

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩২, ১৪ আগস্ট ২০২৫

ভারতের বিহার রাজ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে চলমান বিতর্কের মধ্যে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বুধবার এক ব্যতিক্রমী চা চক্রে যোগ দেন। এই চা চক্রের অংশ ছিলেন সাতজন এমন ভোটার, যাদের নাম সম্প্রতি নির্বাচন কমিশনের খাতায় ‘মৃত’ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। রাজ্যের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পর তাদের নাম বাদ দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বৈঠকের পর রাহুল গান্ধী সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, “আমার জীবনে অনেক আকর্ষণীয় অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এর আগে কখনও ‘মৃত মানুষদের’ সঙ্গে চা খাইনি। এই অদ্ভুত অভিজ্ঞতার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ!” তিনি বৈঠকের একটি চার মিনিটের ভিডিওও শেয়ার করেন, যেখানে দেখা যায় তিনি ওই ভোটারদের কাছে জানতে চাইছেন, কীভাবে তারা জানলেন কমিশন তাদের ‘মেরে ফেলেছে’।

একজন ভোটার জানান, যখন কমিশন ৬৫ লাখ বাদ পড়া নামের তালিকা প্রকাশ করে, তখনই বিষয়টি তাদের জানা যায়। তিনি বলেন, “আমি তো বেঁচে আছি... আমি ঘোষণা করতে এসেছি যে আমি মারা যাইনি।” আরও জানান, “শুধু একটি পঞ্চায়েতেই অন্তত ৫০ জন আছেন যারা আসলে ‘মৃত’ নন।”

বৈঠকে উপস্থিত আরেকজন ভোটার বলেন, রাঘোপুর থেকে আরও অনেকে আসতে পারেননি, কারণ সেখানে বন্যা চলছে। একজন ৮৫ বছর বয়সী বৃদ্ধকেও ভোটার তালিকায় ‘মৃত’ দেখানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে কোনো ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে এবং রাহুল গান্ধীর কাছে তার অভিযোগের প্রমাণসহ স্বাক্ষরিত হলফনামা জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement