রাকিবের ঘোষণা: ঢাবির হলগুলোর কমিটি ছাত্রদলের অধীনে চলবে

Published : ১৯:১৭, ১৪ আগস্ট ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটি বহাল থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। রাকিব জানান, গত ৯ আগস্ট অনুষ্ঠিত পূর্ববর্তী বৈঠকের আপডেট জানাতে আজ তারা প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, হল পর্যায়ে ছাত্র রাজনীতির প্রকৃতি নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হবে। ইতিমধ্যেই ২৩টি ছাত্র সংগঠনের মতামত নেওয়া হয়েছে এবং এবার সাধারণ শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা হবে।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদলের হল কমিটিগুলো বহাল থাকবে। তিনি গুপ্ত রাজনীতি প্রসঙ্গে উল্লেখ করেন, শিক্ষকমহোদয়রা স্বীকার করেছেন যে ইসলামী ছাত্রশিবির সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে পরিচয় গোপন করে দখলদারিত্ব কায়েম করছে। একইভাবে ছাত্রলীগও এই ধরনের কর্মকাণ্ড চালিয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের বিশ্ববিদ্যালয়ের বড় সংকটগুলো গুপ্ত রাজনীতির কারণে হয়েছে। প্রশাসন এই সমস্যা সমাধানে রূপরেখা তৈরি করবে বলে ছাত্রদলকে আশ্বস্ত করেছে।
ছাত্রদল সভাপতি জানান, সচেতন ছাত্র সংগঠন হিসেবে তারা সবসময় প্রশাসনের পাশে থাকবে। পাশাপাশি তারা চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। প্রশাসন শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় নতুন অভিযুক্ত যুক্ত করার বিষয়ে কাজ করছে। রাকিব অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় সংসদ ফেসবুক গ্রুপে নারী শিক্ষার্থী, শিক্ষক এবং গণ-আন্দোলনের নেতাদের বিরুদ্ধে কটূক্তি ও অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে গ্রুপের অ্যাডমিন জুলিয়াস সিজার তালুকদার এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।
প্রশাসন শনিবারের মধ্যেই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা, হলে ছাত্র রাজনীতির ধরন চূড়ান্ত করা এবং ছাত্রলীগের কমিটি ও মামলার অগ্রগতির বিষয়ে আপডেট দেবে বলে রাকিব জানান।
BD/AN