রাষ্ট্রদূত ফিলিস্তিনি ছাত্রীদের ভিসা বাতিলের অনুরোধ জানালেন

Published : ২০:১১, ১৪ আগস্ট ২০২৫
ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান জানিয়েছেন, ফিলিস্তিনের কয়েকজন নারী শিক্ষার্থীর ভিসা বাতিলের জন্য দেশটির পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করা হয়েছে। রাষ্ট্রদূত বলেন, ইসরায়েল ও মিত্রদেশগুলোর অর্থায়নে পরিচালিত কোনো বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের শিক্ষার্থী আর পড়াশোনা করবে না।
ইউসুফ রামাদান আরও জানান, অনেক বিশ্ববিদ্যালয় ইসরায়েল এবং মার্কিন অর্থায়নে চলে। এসব প্রতিষ্ঠানের প্রতিটি ক্ষেত্রে ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে। তাই ফিলিস্তিন সরকার বাংলাদেশের প্রশাসনকে জানিয়েছে, তাদের মেয়েরা এসব প্রতিষ্ঠানে শিক্ষালাভ করবে না।
তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নকশা ইসরায়েলি নাগরিকের দ্বারা করা হয়েছে। সেক্ষেত্রে ফিলিস্তিনের মেয়েরা সেখানে পড়াশোনা করবে না। রাষ্ট্রদূত আরও বলেন, যদি বাংলাদেশে ফিলিস্তিনের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয়, তা এমন শিক্ষাপ্রতিষ্ঠানে হতে হবে যেখানে ইসরায়েলের কোনো প্রভাব বা সংশ্লিষ্টতা নেই।
রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেন, আমাদের মেয়েরা বিক্রির জন্য নয়, তারা স্বাভাবিক শিক্ষার অধিকার প্রাপ্য। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার ফিলিস্তিনের শিক্ষার্থীদের সুরক্ষা ও উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
ফিলিস্তিন দূতাবাসের এই পদক্ষেপে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের নিরাপত্তা ও নৈতিক বিষয়গুলোর ওপর বিশেষ নজর দেওয়া হবে। রাষ্ট্রদূতের এই ঘোষণার মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষা ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষা বিষয়ে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছেছে।
BD/AN