চলতি বছরে আর প্রিন্ট হবে না ড্রাইভিং লাইসেন্স

Published : ১৮:২২, ১৪ আগস্ট ২০২৫
লাইসেন্স প্রিন্ট দেওয়ার দায়িত্বে থাকা ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডের (এমএসপি) সঙ্গে বিআরটিএর পাঁচ বছরের চুক্তি গত ২৮ জুলাই শেষ হয়। ফলে ২৯ জুলাই থেকে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট ও বায়োমেট্রিকসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বর্তমানে প্রায় সাত লাখ লাইসেন্স প্রিন্টের অপেক্ষায় রয়েছে, যা আগামী ছয় মাসে ১০ লাখ ছাড়াতে পারে।
বিআরটিএ জানিয়েছে, কার্ড প্রিন্ট বন্ধ থাকলেও ই-লাইসেন্স প্রদান চলবে এবং পুলিশের কাছে তা বৈধ হিসেবে গণ্য করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। ঠিকাদার পরিবর্তন প্রক্রিয়া শুরু হয়েছে, তবে নতুন ঠিকাদার নিয়োগে অন্তত ছয় মাস সময় লাগবে।
পূর্ববর্তী চুক্তি অনুযায়ী, পাঁচ বছরে ৪০ লাখ লাইসেন্স কার্ড দেওয়ার কথা থাকলেও ঠিকাদার প্রায় ৩৩ লাখ আবেদন পেয়েছে এবং এর মধ্যে ২৬ লাখ গ্রাহক লাইসেন্স পেয়েছেন। বাকি সাত লাখ প্রিন্ট না হয়েই চুক্তি শেষ হয়েছে। প্রতিদিন ৮ হাজার কার্ড সরবরাহের লক্ষ্য থাকলেও ঠিকাদার তা পূরণ করতে পারেনি।
বিআরটিএর ডাটাবেজ ও সার্ভারের নিয়ন্ত্রণ এখনো ঠিকাদারের হাতে রয়েছে, যা উদ্বেগের কারণ। এ সমস্যা সমাধানে আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় নিয়ন্ত্রণ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
যোগাযোগ বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক শামছুল হক বলেন, বছরের পর বছর ধরে ড্রাইভিং লাইসেন্সের সংকট বিআরটিএর অপেশাদার ব্যবস্থাপনার ফল। তিনি প্রক্রিয়াটি সহজ ও স্বচ্ছ করার আহ্বান জানান।
BD/AN