খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন বিএনপির

Published : ১৭:০৫, ১৪ আগস্ট ২০২৫
আগামী ১৫ আগস্ট শুক্রবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৮১ বছরে পদার্পণ করছেন। এ উপলক্ষে দলীয় প্রধানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ঢাকাসহ দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় শুক্রবার সকাল ১১টায় কেন্দ্রীয় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। এছাড়া সারা দেশের দলীয় কার্যালয়, মসজিদ ও নির্ধারিত স্থানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তার শৈশব-কৈশোর কেটেছে বাবার কর্মস্থলে দিনাজপুরে। ১৯৬০ সালের আগস্টে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে বিয়ে করেন। স্বামী নিহত হওয়ার পর ১৯৮২ সালে বিএনপির প্রাথমিক সদস্য হয়ে রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এবং তিনবার এ পদে দায়িত্ব পালন করেন।
দলীয় ঘোষণায় বলা হয়েছে, জন্মদিনে কেক কাটা বা আড়ম্বরপূর্ণ আয়োজন থেকে বিরত থাকতে হবে। বরং মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
BD/AN