সংঘর্ষে রক্তাক্ত নুর, হাসপাতালে ভর্তি ডাকসুর সাবেক ভিপি

সংঘর্ষে রক্তাক্ত নুর, হাসপাতালে ভর্তি ডাকসুর সাবেক ভিপি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৪৮, ২৯ আগস্ট ২০২৫

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মারাত্মকভাবে আহত হন ডাকসুর সাবেক ভিপি ও সংগঠনটির আহ্বায়ক নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাপা কার্যালয়ের সামনে সমবেত হলে সংঘর্ষ বাঁধে। এর আগে সন্ধ্যায়ও একই স্থানে উভয় পক্ষের মধ্যে এক দফা সংঘর্ষ হয়।

সাক্ষীরা আরও বলেন, আইনশৃঙ্খলাবাহিনীর ধাওয়া খেয়ে গণঅধিকার পরিষদের কর্মীরা আল রাজী কমপ্লেক্সের দিকে ফিরে গেলে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা বেধড়ক লাঠিচার্জ চালান। এ সময় নুর গুরুতর আহত হন। ধারণা করা হচ্ছে, পুলিশের লাঠিচার্জেই তার মাথায় আঘাত লাগে।

গণঅধিকার পরিষদের নেতারা জানিয়েছেন, নুরের মাথা ফেটে গেছে এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর পুরো এলাকা থমথমে হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement