গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের জন্য আকাশসীমা বন্ধ করল তুরস্ক

Published : ০০:০২, ৩০ আগস্ট ২০২৫
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আকাশসীমা থেকে শুরু করে বাণিজ্য পর্যন্ত সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করেছে তুরস্ক। শুক্রবার (২৯ আগস্ট) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সংসদে এক বিশেষ আলোচনায় এ ঘোষণা দেন।
ফিদান জানান, তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্য ইতোমধ্যেই বন্ধ করে দিয়েছে। তুর্কি জাহাজগুলোকে ইসরায়েলি বন্দরে ভিড়তে দেওয়া হচ্ছে না এবং ইসরায়েলি জাহাজও তুরস্কে প্রবেশ করতে পারছে না। একইসঙ্গে ইসরায়েলি বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে আঙ্কারার আকাশসীমায়।
এর আগেই, ২০২৩ সালের মে মাসে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিতে চাপ সৃষ্টির লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয় আঙ্কারা। সে বছর দুই দেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭ বিলিয়ন ডলার।
তবে গত সপ্তাহে তুর্কি গণমাধ্যমে সমুদ্রপথে নিষেধাজ্ঞার খবর ছড়ালেও, তখন সরকারি ঘোষণা আসেনি। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েলি জাহাজের জন্য তুর্কি বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং তুরস্কের পতাকাবাহী জাহাজগুলোকেও ইসরায়েলি বন্দরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
গাজায় ইসরায়েলি হামলার বরাবরের সমালোচক প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বারবার ইসরায়েলি পদক্ষেপকে ‘গণহত্যা’ আখ্যা দিয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি হিটলারের সঙ্গে তুলনা করেছেন।
এর আগে, গত নভেম্বরে আজারবাইজানে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বিমানকেও আকাশসীমায় প্রবেশ করতে দেয়নি তুরস্ক। তখন এরদোয়ান স্পষ্ট জানিয়ে দেন, “তুরস্ক হিসেবে আমাদের কিছু বিষয়ে সুস্পষ্ট অবস্থান নিতে হবেই।”
BD/AN