ঠাকুরগাঁয়ে সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীর মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁয়ে সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীর মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

Published : ১৪:৩২, ৬ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী  হারুন অর রশিদের বিরুদ্ধে মিথ্যা মামলা ডায়েরের প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িত কুশিলবদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার সহকর্মীরা। 

শনিবার( ৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলা চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 মানববন্ধনে বক্তব্য রাখেন ঠাকুরকে প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদকক বদরুল ইসলাম বিপ্লব, বর্তমান  সাধারণ সম্পাদক ফিরোজ   আমিন সরকার,জি টিভির জেলা প্রতিনিধি এমদাদুল ভুট্রো,,এটিএন বাংলার প্রতিনিধি এমএ সামাদ,গণমাধ্যম কল্যাণ ট্রাস্টের সদস্য জয় মহন্ত অলক, বালিয়াডাংগী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আল মামুন জীবম,আশরাফুল ইসলাম, মশিউর রহমান ও জানে আলম প্রমুখ। 

স্থানীয়  সাংবাদিকরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে সাংবাদিক রশিদের বিরুদ্ধে দায়ের করতে মিথ্যা মামলা এ নাটক সাজানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা অন্যথায় উপজেলায় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হয়। 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement