সিলেটে স্কুলশিক্ষিকার রহস্যমৃত্যু, বাসা থেকে লাশ উদ্ধার

সিলেটে স্কুলশিক্ষিকার রহস্যমৃত্যু, বাসা থেকে লাশ উদ্ধার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩৮, ৬ সেপ্টেম্বর ২০২৫

সিলেট শহরের লামাবাজার এলাকায় নিজ বাসা থেকে মিলি দে (২৫) নামে এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতের দিকে ছায়ানীড় এলাকার একটি বহুতল ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মিলি দে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা-বাগানের মৃত মলয় কান্তি দে’র মেয়ে। তিনি তার মায়ের সঙ্গে লামাবাজারের ওই ফ্ল্যাটে বসবাস করতেন এবং নগরীর কাজিটুলা এলাকার ‘কিডস ক্যাম্পাস’ স্কুলে শিক্ষকতা করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে মিলি দে’র মা সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। পরে রাত ১০টার দিকে বাসায় ফিরে তিনি ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভাঙা হয়। তখন মিলি দে’র ঝুলন্ত মরদেহ ফ্ল্যাটের ভেতরে পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য তা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement