চোর-বাটপারদের তালিকা ঝুলবে সর্বত্র: হুঁশিয়ারি সারজিস আলম

চোর-বাটপারদের তালিকা ঝুলবে সর্বত্র: হুঁশিয়ারি সারজিস আলম

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩৭, ৬ সেপ্টেম্বর ২০২৫

চোর-বাটপার ও চাঁদাবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি ঘোষণা দিয়েছেন, এসব ব্যক্তির মা-বাবার নাম ও ঠিকানাসহ পূর্ণাঙ্গ তালিকা দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে প্রকাশ্যে টানানো হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আয়োজিত রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় এ কথা বলেন তিনি। এ কর্মশালায় বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি তুলে ধরা হয়।

সারজিস আলম বলেন, “যারা চোর, বাটপার, চাঁদাবাজ বা হুমকি দেয়, তাদের তালিকা জনগণের সামনে তুলে ধরা হবে। দেশের প্রতিটি অঞ্চলে তাদের মা-বাবার নাম ও ঠিকানা ঝুলিয়ে দেওয়া হবে।”

তিনি আরও অভিযোগ করেন, পঞ্চগড় জেলা ছাত্রদল এখন স্কুলগুলোতে কমিটি গঠন শুরু করেছে। যে সাহস শেখ হাসিনা ও ছাত্রলীগ দেখাতে পারেনি, সেই সাহস চব্বিশ-পরবর্তী বাংলাদেশে ছাত্রদল করছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, নতুন বাংলাদেশে স্কুল-কলেজে ছাত্ররাজনীতির নামে লেজুরবৃত্তি কোনোভাবেই সহ্য করা হবে না।

এনসিপির এই নেতা অভিযোগ করে বলেন, আহ্বায়ক কমিটির নামে বিএনপির অযোগ্য কিছু ব্যক্তি সভাপতি হয়ে স্কুল-কলেজের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, যা আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে কোনো অংশে ভিন্ন নয়।

সভায় এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষারসহ পঞ্চগড় জেলা এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement