প্রবাসী কল্যাণে সারোয়ার আলমের অবদানের গল্প - ড. আসিফ নজরুলের আবেগঘন পোস্টে

প্রবাসী কল্যাণে সারোয়ার আলমের অবদানের গল্প - ড. আসিফ নজরুলের আবেগঘন পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও ডিসি সারওয়ার আলম

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪৬, ৬ সেপ্টেম্বর ২০২৫

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন মো. সারওয়ার আলম। তাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ডিসি সারোয়ারকে নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেন ড. আসিফ। পোস্টে তিনি সারোয়ারের কর্মজীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরেন এবং তার প্রতি নিজের দুঃখ, কষ্ট ও প্রশংসা প্রকাশ করেন।

ড. আসিফ লিখেছেন  একসময়ে র‌্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে সারোয়ার দেশজুড়ে প্রশংসিত ছিলেন। কিন্তু তার সাফল্য কিছু শক্তিশালী দুর্নীতিবাজের ক্ষিপ্ততা ডেকে আনে। ফলে তার প্রমোশন আটকে দেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়। করোনার শেষ দিকের সময়ে মধ্যপ্রাচ্যে প্রবাসী কর্মীদের ভ্যাকসিন বিতরণে বাধা আসে। কর্মীরা মন্ত্রণালয় ঘেরাও করলে, শুধুমাত্র সারোয়ারের উপস্থিতি এবং আশ্বাসের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এ ঘটনায় সারোয়ার নিজের কক্ষে বসে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।

ড. আসিফ আরও উল্লেখ করেছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের সময় তিনি সারোয়ারকে প্রথমবারের মতো আলোচনার টেবিলে দেখেন। দীর্ঘ দিনের অভিজ্ঞতা থাকা সারোয়ার শুধু পেশাদার ছিলেন না, বরং নিজের উদ্যোগে সব সমস্যার সমাধানও করে দিতেন। তার সঙ্গে কাজ করার সময় ছোট-বড় সিদ্ধান্ত, কর্মসূচি ও পরিকল্পনায় সারোয়ার সবসময় সক্রিয়ভাবে অংশ নিতেন।

ড. আসিফ বলেন, “সরকারি অফিসাররা সাধারণত যান্ত্রিকভাবে কাজ করেন, কিন্তু সারোয়ার তার স্বাভাবিক দায়িত্বের বাইরে কাজ করতেন। প্রবাসী কর্মীদের ছাড়পত্র ডিজিটালাইজেশন, মালয়েশিয়া, জাপান ও কোরিয়ার বাজারে সহজীকরণ, প্রবাসী লাউঞ্জ স্থাপনসহ অনেক কাজ তার সহায়তায় সম্ভব হয়েছে। এছাড়া সিলেটের ডিসি হিসেবে তার নিয়োগও আনন্দের স্রোত বয়ে দিয়েছে।”

ড. আসিফ পোস্টে কষ্টের কথাও উল্লেখ করেছেন  সারোয়ারের বিরুদ্ধে অনলাইনে নানা মিথ্যা অপপ্রচার হয়েছে। তিনি বলেন, “রাজনীতির ধারেকাছে না থাকা সারোয়ারের বিরুদ্ধে কালিমা লাগানোর চেষ্টা করা হলেও আমরা তা পুরোপুরি প্রতিহত করতে পারিনি। এই দুঃখ থেকে যায়।”

শেষে ড. আসিফ লিখেছেন  “সারোয়ার, আপনাকে মিস করি। আপনার সততা, সাহস এবং কর্মনিষ্ঠা দেশের মানুষকে অনুপ্রাণিত করবে। শুধু সিলেট নয়, দেশের সব জুনিয়র অফিসারও আপনার থেকে শিক্ষা নেবে।”

সারোয়ার আলমকে নিয়ে এই পোস্টে পেশাদারিত্ব, সততা ও মানবিক নেতৃত্বের প্রশংসা মিলিত হয়েছে, যা তাকে সিলেটের জনগণ এবং সহকর্মীদের চোখে আরও মর্যাদাপূর্ণ করে তুলেছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement