আশফাক নিপুনের কড়া বার্তা: “বিবৃতি নয়, মব সামলাও”

আশফাক নিপুনের কড়া বার্তা: “বিবৃতি নয়, মব সামলাও” ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৮, ৬ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন শুক্রবার (৫ আগস্ট) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে নুরাল পাগলার দরবারে ঘটে যাওয়া হিংসা এবং জনতা-মধ্যবর্তী সংঘর্ষকে নিয়ন্ত্রণ করা যায়।

পোস্টে তিনি উল্লেখ করেন, জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হঠাৎ করে হামলা চালায় স্থানীয় ‘তৌহিদী জনতা’। সেখানে শুধুমাত্র দরবারে আগুন লাগানো হয়নি, বরং নুরাল পাগলার মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেয়া হয়। এই ঘটনায় একজন নিহত হয়, আর উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হয়।

আশফাক নিপুন তার পোস্টে লিখেছেন, “কবর থেকে মরদেহ তুলে উল্লাস করা এবং পুড়িয়ে দেওয়া বর্বরতার চূড়ান্ত উদাহরণ।” তিনি আরও বলেন, “হে সরকার, ভিক্ষা চাই না, কুত্তা সামলা’–এর মতোই বলছি, বিবৃতি চাই না, মব সামলা!”

নির্মাতার আহ্বান মূলত সরকারের প্রতি নির্দেশনামূলক কেবল মুখে বিবৃতি দিয়ে নয়, সরাসরি মব এবং সংঘর্ষ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য। তিনি এই ঘটনায় সামাজিক ও প্রশাসনিক ব্যবস্থাপনার প্রতি সতর্কবার্তা দিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন বর্বর ঘটনা প্রতিহত করা যায়।

চূড়ান্তভাবে, আশফাক নিপুনের পোস্ট সামাজিক ও নৈতিক দায়িত্ববোধের সঙ্গে সরকারের তৎপরতা ও সুনিয়ন্ত্রিত ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement