মালয়েশিয়া থেকে ফেরত আসা সেই ৪ যুবক রিমান্ডে

মালয়েশিয়া থেকে ফেরত আসা সেই ৪ যুবক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

Published : ১৬:৩৬, ৮ জুলাই ২০২৫

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৪ যুবককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এই ৪ জনকে বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাদের ৪ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

এ ৪ জন হলেন- নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ এবং মাহফুজ।

মঙ্গলবার (৮ জুলাই) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক এস এম বখতিয়ার খালেদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা এন্টি টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর কে এম তারিকুল ইসলাম।

আসামিদের পক্ষে আইনজীবী মো. এমদাদুল হক তাদের রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৪ জুলাই জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement