জাতীয় পার্টিতে ফের গৃহদাহ, তিন সিনিয়র নেতা অব্যাহত

Published : ১৭:৪৮, ৮ জুলাই ২০২৫
জাতীয় পার্টিতে (জাপা) ফের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে। মহাসচিব মুজিবুল হক চুন্নুকে সরিয়ে শামীম হায়দার পাটোয়ারিকে দায়িত্ব দেওয়ার এক ঘণ্টার মধ্যেই দলের আরও তিন শীর্ষস্থানীয় নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (৮ জুলাই) বিকেলে জাপার কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের চেয়ারম্যান জিএম কাদের গঠনতান্ত্রিক ক্ষমতাবলে মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন। সিদ্ধান্তটি তাৎক্ষণিক কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে, দলীয় মহাসচিব পদে চুন্নুকে সরিয়ে প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারিকে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের বিরোধিতা করে আনিসুল মাহমুদ ও রুহুল হাওলাদার এক যৌথ বিবৃতিতে বলেন, "চুন্নুকে অব্যাহতি দিয়ে মহাসচিব পদে নতুন নিয়োগ সম্পূর্ণ অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও গঠনতন্ত্র লঙ্ঘন।"
তারা আরও অভিযোগ করেন, “এটি এক ব্যক্তিকেন্দ্রিক স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ, যা দলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে।”
বিবৃতিতে দুই নেতা জানান, ঘোষিত জাতীয় কাউন্সিলের আগে মহাসচিব পদে এমন নিয়োগ অবৈধ ও বেআইনি। এ সময় তারা জাতীয় পার্টির ত্যাগী ও আদর্শবান নেতা-কর্মীদের একনায়কতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
দলের অভ্যন্তরীণ এই নাটকীয় পালাবদল ঘিরে আবারও জাতীয় পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব ও শৃঙ্খলা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
BD/Sk