অন্ধকার অতীত পেছনে ফেলে নিজের পরিচয় গড়ছেন অর্চিতা ফুকান

অন্ধকার অতীত পেছনে ফেলে নিজের পরিচয় গড়ছেন অর্চিতা ফুকান

TheBusinessDaily

Published : ২১:১০, ৮ জুলাই ২০২৫

আসামের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান নতুন এক অধ্যায়ের সূচনা করতে চলেছেন। ইনস্টাগ্রামেবেবিডল আর্চিনামে পরিচিত অর্চিতা সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে, তিনি আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পে কাজ শুরু করতে যাচ্ছেন। জানা গেছে, তিনি মার্কিন পর্নতারকা কেন্ড্রা লাস্টের সঙ্গে যৌথভাবে কাজের পরিকল্পনায় রয়েছেন। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ছয় লাখের বেশি। তবে তার এই পরিচিতির আড়ালে রয়েছে একটি দীর্ঘ, বেদনাদায়ক অতীত। অর্চিতা ২০২৩ সালের জুলাইয়ে এক ইনস্টাগ্রাম পোস্টে নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। তিনি লেখেন, মাত্র ছয় বছর বয়সে যৌন নির্যাতনের শিকার হন এবং কৈশোরে প্রবেশের আগেই এক জোরপূর্বক যৌন বৃত্তে ঠেলে দেওয়া হয় তাকে।

প্রায় ছয় বছর ধরে তাকে বাধ্যতামূলক যৌনকর্মে যুক্ত রাখা হয়যেটিকে তিনি তার জীবনের সবচেয়ে ভয়াবহ সময় বলে উল্লেখ করেছেন। এই অমানবিক পরিস্থিতি থেকে মুক্তি পেতে তাকে ২৫ লাখ টাকা খরচ করে নিজের স্বাধীনতা 'বিক্রি' করতে হয় বলে জানান অর্চিতা। তবে কার কাছে বা কীভাবে সেই লেনদেন হয়, সে বিষয়ে তিনি বিস্তারিত বলেননি। এমন পরিস্থিতিতে পড়ার পেছনের শক্তিগুলোর নামও অপ্রকাশিতই রেখেছেন। অনেকেই তার অতীত নিয়ে প্রশ্ন তুললেও অর্চিতা নিজেকে একবেঁচে ফেরা নারীহিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, নিজের শরীর এবং পরিচয় নিয়ে তার আর কোনো লজ্জা নেইবরং এগুলোকে তিনি নিজের শক্তির উৎস হিসেবে দেখছেন। এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের পরিচিতি তৈরি করাই তার লক্ষ্য।

 অর্চিতার এই ঘোষণা সমাজে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ তাকে বিতর্কিত মনে করছেন, কেউবা দেখছেন সাহসিকতার প্রতীক হিসেবেএকজন নারী, যিনি নির্যাতন, নিপীড়ন অপমানের শিকল ভেঙে নিজের জন্য নতুন পরিচয় গড়তে চাচ্ছেন। তার এই যাত্রা শুধু ব্যক্তিগত নয়, বরং একটি সমাজবিধ্বস্ত বাস্তবতার প্রতিচ্ছবিও তুলে ধরছেযেখানে একজন মানুষ অনেক কিছু হারিয়ে শেষ পর্যন্ত নিজেকে ফিরে পেতে পারেন সাহস নিজের শর্তে।

BD/Sk

শেয়ার করুনঃ
Advertisement