চট্টগ্রামে প্রথমবারের মতো জিকা ভাইরাস শনাক্ত, স্বাস্থ্য বিভাগে সতর্কতা

চট্টগ্রামে প্রথমবারের মতো জিকা ভাইরাস শনাক্ত, স্বাস্থ্য বিভাগে সতর্কতা

TheBusinessDaily

Published : ১৯:৩১, ৮ জুলাই ২০২৫

চট্টগ্রামে প্রথমবারের মতো দুই ব্যক্তির দেহে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। সোমবার রাতে নগরীর একটি বেসরকারি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

শনাক্ত হওয়া দুই ব্যক্তি হলেন মো. জাবেদ রিফাত আরা, যাদের দুজনেরই বয়স ৪২ বছর। তারা ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে নগরীর এপিক হেলথ কেয়ারে পরীক্ষার জন্য যান। পরীক্ষায় তাঁদের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতির প্রাথমিক প্রমাণ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে ডেপুটি সিভিল সার্জন ডা. মো. তৌহিদুল আনোয়ার জানান, নমুনা পরীক্ষা একটি কম্বাইনড কিট দিয়ে করা হয়েছে, যা একাধিক ভাইরাস শনাক্তে ব্যবহৃত হয়। তাই আরও নির্দিষ্ট পরীক্ষা প্রয়োজন বলে তিনি জানান। ইতিমধ্যে আইইডিসিআরকে বিষয়টি জানানো হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ তাদের নির্দেশনার ভিত্তিতে নেওয়া হবে।

চট্টগ্রামের সিভিল সার্জন বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া জিকাতিনটি রোগই এডিস মশার মাধ্যমে ছড়ায় এবং উপসর্গে মিল থাকায় আলাদা করে শনাক্ত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ৩২ জনের মধ্যে জিকা চিকুনগুনিয়ার উপসর্গ দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি। যদিও এখনো রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বাংলাদেশে প্রথম জিকা ভাইরাস শনাক্ত হয় ২০১৪ সালে। তবে চট্টগ্রামে এটি প্রথমবারের মতো শনাক্ত হলো। স্বাস্থ্য বিভাগ বলছে, এটি স্থানীয়ভাবে জনস্বাস্থ্যের জন্য একটি সতর্কতামূলক সংকেত। মশাবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে তারা।

BD/Sk

শেয়ার করুনঃ
Advertisement