ঢাকা মাতাবে পাকিস্তানি ব্যান্ড ‘বায়ান, গাইবেন এঞ্জেল নূরও

Published : ১৩:৩৩, ৪ মে ২০২৫
এবার ঢাকা মাতাতে আসছে পাকিস্তানি ব্যান্ড বায়ান। ‘বায়ান লাইভ ইন ঢাকা: দ্য সফর ট্যুর’ শিরোনামের কনসার্টে গাইবে তারা। সেখানে গাইবে বাংলাদেশের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী এঞ্জেল নূর।
সম্প্রতি স্যোশাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় এ খবর জানিয়েছেন বায়ানের সদস্যরা। তবে আয়োজকদের পক্ষ থেকে এখনো জানানো হয়নি কনসার্টের তারিখ ও ভেন্যু।
কনসার্টের ভেন্যু ও তারিখ ঘোষণা করা না হলেও ইতোমধ্যে আয়োজক প্রতিষ্ঠান জির্কোনিয়ামের ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। ৫ হাজার ও ৩ হাজার টাকায় মিলছে কনসার্টের টিকিট।
আয়োজকদের ফেসবুক পেজেও করা হচ্ছে প্রচার। আয়োজকেরা বলছেন চিন্তার কোনো কারণ নেই। সব প্রস্তুতি নিয়েই টিকিট বিক্রি শুরু করেছেন তারা। তারিখ ও ভেন্যু চূড়ান্ত হয়েছে ইতোমধ্যে। প্রচারের কৌশল হিসেবে এখনও তা প্রকাশ করা হয়নি।
আয়োজক প্রতিষ্ঠান জির্কোনিয়ামের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই বায়ানের সদস্যরা ঘোষণা করবেন কনসার্টের তারিখ ও ভেন্যু।
জির্কোনিয়ামের কর্ণধার আমির রহিম আফতাব বলেন, ‘এই কনসার্টের ঘোষণা দিয়েছে বায়ান। তারাই ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দেবে কবে ঢাকায় আসছে গান শোনাতে।
এ কারণে এখনো তারিখ ও ভেন্যু রিভিল করা হয়নি। যারা টিকিট কিনছেন, তাদের চিন্তার কোনো কারণ নেই। সব প্রস্তুতি নিয়েই কনসার্টের ঘোষণা দেয়া হয়েছে।
এর আগে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের শিল্পী মুস্তাফা জাহিদ। তবে কনসার্ট শুরুর ঘণ্টাখানেক আগে হঠাৎ করে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে নিরাপত্তার কারণ দেখিয়ে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। ঢাকায় এসেও গাইতে না পেরে হতাশা প্রকাশ করেছিলেন মুস্তাফা জাহিদ।
বিডি/ও