পাঠাও পে: ডিজিটাল পেমেন্টে নতুন যুগের সূচনা করল পাঠাও

পাঠাও পে: ডিজিটাল পেমেন্টে নতুন যুগের সূচনা করল পাঠাও

Business Daily

Published : ০১:৫৪, ১০ জুলাই ২০২৫

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও তাদের নতুন ডিজিটাল ওয়ালেট সেবা ‘পাঠাও পে’ চালু করেছে। “ইউর ইউনিভার্স, ইউর ওয়ে” স্লোগানে বাজারে আসা এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অর্থ ব্যবস্থাপনায় আরও বেশি নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও সহজতা উপভোগ করতে পারবেন। ‘পাঠাও পে’ ব্যবহার করে এখন একজন গ্রাহক পাঠাও রাইড, ফুড, পার্সেল সেবা গ্রহণের পাশাপাশি বন্ধুদের সঙ্গে বিল ভাগ করা, টাকা পাঠানো কিংবা গ্রহণ করার মতো কাজগুলোও করতে পারবেন মাত্র কয়েক ক্লিকে। এই ডিজিটাল ওয়ালেটে রয়েছে আধুনিক সব ফিচার— যেমন ‘পে ট্যাগ’, ‘স্প্লিট পে’, ‘গ্রুপ সেন্ড মানি’ এবং ‘অটো-পে’, যা পেমেন্ট ব্যবস্থাকে করেছে আরও সহজ, দ্রুত ও স্মার্ট। সেবার অংশ হিসেবে পাঠাও চালু করেছে একটি মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, যা মাস্টারকার্ডের মাধ্যমে সাপোর্টেড এবং পরিচালিত হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে। তিনটি আকর্ষণীয় ডিজাইনের এই কার্ড দিয়ে দেশের পাশাপাশি আন্তর্জাতিক লেনদেনও করা যাবে সহজে। এতে থাকছে এনএফসি প্রযুক্তি, রিয়েল-টাইম ওয়ালেট ব্যালেন্স সিঙ্কিং এবং ফ্রি এটিএম উইথড্র সুবিধা। ডেবিট বা ক্রেডিট কার্ড ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (যেমন নগদ) ব্যবহার করে সহজেই ওয়ালেটে টাকা যোগ করা যাবে।

সেই সঙ্গে পাঠাও পে থেকেই রিচার্জ করার সুবিধাও থাকছে। নতুন গ্রাহকদের জন্য থাকছে ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। পাঠাও ফুড, বাইক, কার ও পার্সেল সেবায় নির্দিষ্ট পরিমাণে এই ক্যাশব্যাক দেওয়া হবে। এই অফার গ্রহণের জন্য পাঠাও অ্যাপে সাইন আপ করে পাঠাও পে অ্যাক্টিভেট করতে হবে। পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ বলেন, “পাঠাও পে একটি আধুনিক ফাইন্যান্সিয়াল সলিউশন, যা মানুষের প্রয়োজন বুঝে ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারী তার অর্থ নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন।” ২০১৫ সালে যাত্রা শুরু করা পাঠাও এখন বাংলাদেশের অন্যতম বড় ডিজিটাল প্ল্যাটফর্ম, যার ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে। পাঠাও পে-এর মাধ্যমে পাঠাও তার প্ল্যাটফর্মে যুক্ত করল আরও একটি কার্যকর, উদ্ভাবনী এবং গ্রাহককেন্দ্রিক সেবা। এটি শুধু পেমেন্ট নয়, বরং ব্যবহারকারীদের ফাইন্যান্সিয়াল স্বাধীনতার নতুন দিগন্ত উন্মোচন করছে।

BD/S

শেয়ার করুনঃ
Advertisement