তেরে নাম’ দিয়ে খ্যাতি, তারপরও বলিউড থেকে হারিয়ে গেলেন ভূমিকা চাওলা

তেরে নাম’ দিয়ে খ্যাতি, তারপরও বলিউড থেকে হারিয়ে গেলেন ভূমিকা চাওলা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১১, ২২ আগস্ট ২০২৫

বলিউডের ভাইজান সালমান খানের সঙ্গে ‘তেরে নাম’ সিনেমায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন দক্ষিণী অভিনেত্রী ভূমিকা চাওলা। তবে যেভাবে দ্রুত বলিউডে আলোচনায় এসেছিলেন, একইভাবে খুব অল্প সময়ের মধ্যেই হারিয়ে যান তিনি।

১৯৭৮ সালের ২১ আগস্ট ভারতের নয়াদিল্লিতে এক সেনা পরিবারে জন্ম নেন ভূমিকা। বাবার মতোই বড় ভাই মিলিটারি অফিসার হলেও, তার ঝোঁক ছিল অভিনয়ের প্রতি। ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই লাস্যময়ী নায়িকা তাই অভিনয়কেই বেছে নেন পেশা হিসেবে। ১৯৯৭ সালে বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও দিয়ে শুরু হয় তার ক্যারিয়ার।

সেই সূত্রেই সুযোগ পান তেলেগু সিনেমায়। ২০০০ সালে ‘যবাকুডু’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। তবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান দ্বিতীয় ছবি ‘খুশি’-তে অভিনয় করে।

যদিও দর্শকের কাছে তিনি ‘ভূমিকা চাওলা’ নামেই পরিচিত, আসল নাম ছিল রচনা চাওলা। ছোটবেলায় বাবা স্নেহ করে তাকে ডাকতেন ‘গুড়িয়া’। সেনা অফিসারের মেয়ে হওয়ায় শৈশব কেটেছে ভারতের বিভিন্ন শহরে। প্রথম ছবি করার সময় নিজের নাম পরিবর্তন করে ‘ভূমিকা’ নামেই চলচ্চিত্রে পরিচিতি পান তিনি।

২০০৩ সালে যখন সালমান খানের ক্যারিয়ার মন্দায় চলছিল, ঠিক তখনই তিনি জুটি বেঁধেছিলেন সালমানের সঙ্গে ‘তেরে নাম’ সিনেমায়। নতুন মুখ হয়েও তিনি দর্শকের মাঝে বিপুল সাড়া ফেলেছিলেন। কিন্তু পরে আর সেই সাফল্য ধরে রাখতে পারেননি। হারান মুন্না ভাই এমবিবিএস, যাব উই মেট, এমনকি বাজিরাও মাস্তানির মতো একাধিক বিগ বাজেট ছবির সুযোগ।

অনেকেই মনে করেন, বলিউডে প্রভাবশালী লবির ঘনিষ্ঠ না হওয়ায় সেভাবে জায়গা করে নিতে পারেননি ভূমিকা। আবার ভক্তদের একাংশ মনে করেন, একঘেয়ে শান্ত চরিত্রে অভিনয়ের কারণে তার প্রতি নির্মাতাদের আগ্রহ কমে যায়। তবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তিনি নিয়মিতই কাজ করেছেন।

২০০৭ সালে যোগ প্রশিক্ষক ভারত ঠাকুরকে বিয়ে করেন ভূমিকা। সংসার, স্বামী আর সন্তানকে প্রাধান্য দেওয়ায় বলিউডে তিনি খুব বেশি সক্রিয় থাকেননি। বর্তমানে আঞ্চলিক সিনেমায় কাজ করলেও বলিউডে প্রায় হারিয়েই গেছেন। তবুও দর্শকের মনে আজও তিনি রয়ে গেছেন— ‘তেরে নাম’-এর সালমানের নায়িকা হয়ে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement