দীর্ঘ প্রেমের পর বিয়ের বন্ধনে জামিল–মুনমুন

দীর্ঘ প্রেমের পর বিয়ের বন্ধনে জামিল–মুনমুন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৪১, ২০ আগস্ট ২০২৫

অভিনেতা জামিল হোসেন এবং অভিনেত্রী মুনমুন আহমেদ মুন দীর্ঘদিন প্রেমের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ৬ এপ্রিল উত্তরায় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

প্রথমে জামিলকে বিয়ে করতে রাজি ছিলেন না মুনমুন। তিনি জানান, তার মা বলেছিলেন নোয়াখালী বা বরিশালের ছেলেকে বিয়ে দেবেন না। তবে পরিবারের সবাই তাকে রাজি করান। অবশেষে মুনমুন বলেন, জামিল ভালো মানুষ, তাই তিনি সিদ্ধান্ত নেন বিয়ে করার। জামিলের জন্ম সিলেটে হলেও তার পৈতৃক নিবাস নোয়াখালী।

মুনমুন আরও জানান, শিগগিরই তাদের নতুন একটি কাজ প্রচার হবে। ইতোমধ্যে সেটি আরটিভিতে দেখানো হয়েছে। তিনি সবার কাছে দোয়া চান।

জামিল ছোটপর্দার পরিচিত অভিনেতা। ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ থেকে জনপ্রিয়তা অর্জন করেন এবং এরপর অনেক নাটকে অভিনয় করেন।

অন্যদিকে, মুনমুন ঢাকায় বেড়ে উঠেছেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন। ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার মাহশা ইউনিভার্সিটিতে যান। বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে তিনি পরিচিতি পান। পরে নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement