বলিউডের বহুল আলোচিত অভিনেতা আমির খান। ব্যক্তিগত জীবনে তার নাম জড়িয়েছে বহু নারীর সঙ্গে। জীবনের প্রথমদিকে তিনি ভালোবেসে বিয়ে করেন রিনা দত্তকে। এ সংসারে জন্ম নেয় দুই সন্তান,জুনায়েদ ও ইরা খান।
তবে রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে আজাদ খান নামে এক ছেলে রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এই দুই সম্পর্কই টেকেনি।
আমির খানের ছোট ভাই ও অভিনেতা ফয়সাল খান সম্প্রতি আমিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তার দাবি, আমির খানের একটি অবৈধ সন্তান রয়েছে। এই সন্তানের মা ব্রিটিশ সাংবাদিক ও লেখক জেসিকা হাইনস। জানা যায়, রিনা দত্তর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জেসিকার সঙ্গে সম্পর্কে জড়ান আমির, এবং সেই সম্পর্ক থেকেই সন্তানের জন্ম হয়।
জেসিকা হাইনস নব্বইয়ের দশকের শেষের দিকে অমিতাভ বচ্চনের জীবনী লেখার কাজ করতে ভারতে আসেন। সেসময়ই ‘গুলাম’ (১৯৯৮) সিনেমার শুটিংয়ের সময় তার সঙ্গে পরিচয় হয় আমির খানের।
২০০৫ সালে স্টারডাস্ট ম্যাগাজিন এক প্রতিবেদন প্রকাশ করে দাবি করে, আমির-জেসিকা ছিলেন লিভ-ইন সম্পর্কে। সে সময় জেসিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, আমির গর্ভপাতের পরামর্শ দিলেও জেসিকা সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন। ২০০০ সালের দিকে জন্ম হয় এক পুত্রসন্তানের, যার নাম রাখা হয় জান।
পরবর্তীতে ২০০৭ সালে জেসিকা নতুনভাবে জীবন শুরু করেন। তিনি লন্ডনভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ট্যালবোটকে বিয়ে করেন। এক সাক্ষাৎকারে জেসিকা জানান, ভারতে থাকার সময় উইলিয়াম তার ছেলে জানকে অনেক যত্ন করেছে এবং তাকে সহানুভূতি দিয়েছে।
আমির-জেসিকার সন্তানের প্রসঙ্গ যদিও আনুষ্ঠানিকভাবে কখনো স্বীকৃতি পায়নি, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা থামেনি। এমনকি জেসিকার ছেলে জানের কিছু ছবি ব্রিটিশ ‘ভোগ’ ম্যাগাজিনেও ছাপা হয়, যা প্রকাশের পর নতুন করে আলোচনার জন্ম দেয়। অনেকের দাবি, জানের চেহারায় আমির খানের সঙ্গে যথেষ্ট মিল রয়েছে।
২০১৫ সালে লন্ডনে গেলে অভিনেতা অনুপম খের জেসিকা, তার ছেলে জান এবং কন্যার সঙ্গে দেখা করেন ও ছবি তোলেন। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও চর্চিত হয়। এখন আর ছোট নেই জান, জেসিকার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরলেই তার প্রমাণ মেলে।