কঙ্গনার ডেটিং অ্যাপ বিতর্ক: সমাজের ‘নর্দমা’ আখ্যা

কঙ্গনার ডেটিং অ্যাপ বিতর্ক: সমাজের ‘নর্দমা’ আখ্যা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০৭, ১৮ আগস্ট ২০২৫

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। অপ্রিয় সত্য সরাসরি প্রকাশে দ্বিধাহীন এই নায়িকা সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেটিং অ্যাপ নিয়ে কঠোর সমালোচনা করেছেন।

কঙ্গনার মতে, ডেটিং অ্যাপ হলো সমাজের প্রকৃত ‘নর্দমা’। তিনি বলেন, “আমি জীবনে কোনোদিন ডেটিং অ্যাপ ব্যবহার করতে চাইনি। যারা শুধুমাত্র আর্থিক, শারীরিক বা অন্য কোনো চাহিদা মেটাতে সেখানে যায়, তাদের মানসিকতা রুচিহীন। এটি আধুনিক ডেটিংয়ের এক ভয়াবহ রূপ।”

তিনি আরও মন্তব্য করেন, যারা নিজেদের ওপর আস্থা হারান এবং ভালো সঙ্গী খুঁজে পেতে ব্যর্থ হন, তারাই শেষমেশ এসব অ্যাপ ব্যবহার করেন। তার ভাষায়, “সুন্দর মানুষ খুঁজে পাওয়া যায় কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গনে বা পরিবার-আত্মীয়স্বজনের মাধ্যমে। যারা জীবনে কোনো সাফল্য আনতে পারেননি, তারাই এসব অ্যাপ চালান।”

কঙ্গনা এসময় ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের সরাসরি ‘হেরো’ বলে কটাক্ষ করেন। তিনি যোগ করেন, “যদি অফিস, কলেজ বা আত্মীয়-পরিজনের মাধ্যমে উপযুক্ত কাউকে খুঁজে না পেয়ে আপনাকে অ্যাপে যেতে হয়, তাহলে আপনার চরিত্র সম্পর্কে অনেক কিছুই বোঝা যায়।”

এছাড়া, লিভ-টুগেদার প্রসঙ্গেও কঙ্গনা আবারও বিরোধিতা করেন। তিনি মনে করেন, ভারতীয় সংস্কৃতিতে বিবাহের মর্যাদা অক্ষুণ্ণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে কঙ্গনা বলেন, “আমি সম্পর্কের মধ্য দিয়ে গেছি, অন্যদেরও দেখেছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি, লিভ-ইন নারীদের জন্য মোটেও নিরাপদ নয়। হঠাৎ গর্ভবতী হয়ে পড়লে কে দায়িত্ব নেবে? পুরুষরা সহজেই পলায়নপর হতে পারে।”

তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়া এবং বলিউড মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement