বাতাসের টানে বিমানের ইঞ্জিনে ঢুকে যাত্রীর মৃত্যু

Published : ১৪:৩৯, ১০ জুলাই ২০২৫
বিমান উড্ডয়নের সময় দৌড়ে রানওয়েতে প্রবেশ করে বিমানটির কাছাকাছি আসতেই বাতাসের টানে ইঞ্জিনের ভেতর ঢুকে পড়েন এক যাত্রী। ফলস্বরূপ মৃত্যু হয় তার। ইতালির মিলান বিমানবন্দরে ওই ঘটনা ঘটে।
মঙ্গলবার (৮ জুলাই) একটি বিমানের ইঞ্জিনে টেনে নেওয়ায় একজনের মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম।
সিএনএন-এর সহযোগী স্কাই টিজি২৪-এর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে বিমানটি মিলান বার্গামো বিমানবন্দর থেকে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের আস্তুরিয়াসের উদ্দেশে যাত্রা শুরু করার সময় এই ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি টেকঅফের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় একজন ব্যক্তি টারমাকে দৌড়ে এলে বাতাসের টানে ইঞ্জিনে ভেতর ঢুকে যান।
স্প্যানিশ বিমান সংস্থা ভোলোটিয়া জানিয়েছে, বিমানে থাকা কোনো যাত্রী বা এয়ারলাইনের সঙ্গে সম্পর্কিত নয় এমন একজন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়ে নিহত হয়েছেন।
ভোলোটিয়া আরও জানায়, বিমানে থাকা ১৫৪ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য সবাই নিরাপদে রয়েছেন। তাদের মানসিক সহায়তা দেওয়া হচ্ছে।
কীভাবে ওই ব্যক্তি বিমানবন্দরের বাইরে থেকে রানওয়েতে প্রবেশ করতে পেরেছিলেন, তা তদন্ত করতে কর্তৃপক্ষ একটি কমিটি করেছে।
এ বিষয়ে জানতে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন মিলান বিমানবন্দর কর্মকর্তা এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। তবে অতিরিক্ত তথ্য জানিয়ে মন্তব্য করতে তারা রাজি হননি।
বিমানবন্দরের তথ্য অনুযায়ী, ঘটনার কারণে সাময়িকভাবে ফ্লাইট বিলম্ব হয়। পরে ওই দিন দুপুরেই এই ট্রানজিট হাব থেকে ফ্লাইট পুনরায় শুরু হয়েছে। সূত্র: সিএনএন
বিডি/ও