যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা, নিহত ৭০ হাজার

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা, নিহত ৭০ হাজার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১৭, ৩০ নভেম্বর ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চলমান থাকলেও ইসরায়েলি বাহিনীর আক্রমণ থামেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত উপত্যকাটিতে মৃত্যুর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই নিষ্ঠুর হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭০ হাজার ১০০ জন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজার ৯০০ জনের বেশি মানুষ।

গাজায় এই মর্মান্তিক প্রাণহানির মাইলফলক পেরোনোর সময়টিতে গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল প্রতিনিয়ত নতুন করে আক্রমণ চালিয়ে যাচ্ছে। শনিবার সকালে খান ইউনিসের পূর্বদিকে বানী সুফাইলা এলাকায় ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। চিকিৎসাকর্মীরা জানান, আল-ফারাবি স্কুলের কাছে সাধারণ মানুষের ওপর ড্রোন থেকে বোমা ফেললে জুমা এবং ফাদি তামের আবু আসি নামের দুই ভাই গুরুতর আহত হন এবং পরে নাসের মেডিক্যাল কমপ্লেক্সে তাদের মৃত্যু হয়।

একই দিনে গাজায় স্থল, নৌ ও আকাশ—তিন দিক থেকে ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা চালায়। চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, খান ইউনিসের আল-কারারা এলাকায় গোলাবর্ষণ ও বোমাবর্ষণে অন্তত তিনজন আহত হয়েছেন। এ ছাড়া গাজা সিটির তুফফাহ অঞ্চল এবং দক্ষিণের রাফাহর পূর্ব দিকেও সকালে বিমান হামলা হয়েছে।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল মোট ৫৩৫ বার এ চুক্তি ভঙ্গ করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement