বাংলাদেশে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় পোপের শোক

Published : ১২:১২, ২৩ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (২২ জুলাই) পাঠানো এক টেলিগ্রামে তিনি এই শোক জানান।
ভ্যাটিকানের হোলি সি সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো পারোলিনের স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়, মর্মান্তিক এই দুর্ঘটনায় পোপ গভীরভাবে মর্মাহত। তিনি নিহতদের সর্বশক্তিমান সৃষ্টিকর্তার করুণাময় ভালোবাসার কাছে সমর্পণ করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন।
পোপ লিও শোকবার্তায় আহতদের দ্রুত আরোগ্য ও মানসিক প্রশান্তি কামনা করেন। সেই সঙ্গে নিহতদের পরিবার ও বন্ধুদের যেন সান্ত্বনা ও সহনশক্তি লাভ হয়, সেজন্য প্রার্থনা জানান তিনি।
বার্তায় আরও বলা হয়, এই ভয়াবহ ঘটনার প্রভাবে যে কষ্ট ও দুঃখ ছড়িয়ে পড়েছে, তা সহ্য করে ওঠার জন্য পুরো মাইলস্টোন স্কুল পরিবারের জন্য তিনি সৃষ্টিকর্তার শান্তি ও শক্তির আশীর্বাদ কামনা করেছেন।
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৬৫ জন। হতাহতদের অধিকাংশই শিশু শিক্ষার্থী।