নারী সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে নিউজ নেটওয়ার্ক-এর প্রশিক্ষণ

নারী সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে নিউজ নেটওয়ার্ক-এর প্রশিক্ষণ

Business Daily Desk:

Published : ১৫:০৪, ২৩ জুলাই ২০২৫

নারী সাংবাদিকদের প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।  এতে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৪ জন নারী সাংবাদিক অংশ নেন। 

 

রাজধানীর লালমাটিয়ায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ অফিসে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শুরু হয় রোববার (২০ জুলাই)। তিনদিনব্যাপী এই প্রশিক্ষণটি শেষ হয় মঙ্গলবার (২২ জুলাই)। 

নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামানের পরিচালনায় মিডিয়া বিশেষজ্ঞ জিয়াউর রহমান, ডিজিটাল বিশেষজ্ঞ রায়হান মাসুদ বিভিন্ন সেশন পরিচালনা করেন।

 

মঙ্গলবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে সফররত দ্য এশিয়া ফাউন্ডেশনের মঙ্গোলিয়া কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারা টেইলর, ‘প্রোমোটিং ইফেকটিভ, রেসপনসিভ অ্যান্ড ইনক্লুসিভ গভর্ন্যান্স অব বাংলাদেশ’র (পিইআরআই) টিম লিড মীর জুনায়েদ জামাল, ডেপুটি টিম লিড ইকবাল মাহমুদ, রিফর্ম কো-অর্ডিনেটর মারিয়াম মাহজাবিন ও কমিউনেকশন কো-অর্ডিনেটর ফারদিন রহমান।

 

সমাপনী বক্তৃতায় সারা টেইলর বলেন, ‘আমাদের সমাজের অর্ধেক নারী, যারা আমাদের সমাজের অংশ, যদি তাদের ক্ষমতায়ন না করা হয়, তাহলে সংবাদমাধ্যম সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক হতে পারবে না।’

উল্লেখ্য, দ্য এশিয়া ফাউন্ডেশন এবং ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর সহযোগিতায় প্রশিক্ষণটির আয়োজন করে নিউজ নেটওয়ার্ক।

শেয়ার করুনঃ
Advertisement