অপেরা হাউসের নাম মেলানিয়া ট্রাম্পের নামে রাখতে রিপাবলিকানরা চায়

 অপেরা হাউসের নাম মেলানিয়া ট্রাম্পের নামে রাখতে রিপাবলিকানরা চায়

TheBusinessDaily

Published : ১৪:৫৯, ২৩ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানরা ওয়াশিংটনের জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের অপেরা হাউসের নাম পরিবর্তন করে সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের নামে রাখার প্রস্তাব করেছে।

মঙ্গলবার ২০২৬ সালের বাজেট নিয়ে বিতর্কের সময় রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস অ্যাপ্রোপ্রিয়েশন্স কমিটি এক ভোটে পাস করা শর্তে অর্থায়নকে এই নাম পরিবর্তনের সঙ্গে যুক্ত করে।

বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।

 

আইডাহোর কংগ্রেসম্যান মাইক সিম্পসন ‘ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অপেরা হাউস’ নামকরণের সংশোধনী উত্থাপন করে বলেন, ‘শিল্পের প্রচার ও সমর্থনের জন্য তার প্রতিশ্রুতি ও অবদানের স্বীকৃতি দেওয়ার এটি চমৎকার উপায়।’

এটি এমন এক সময়ে আসলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেনেডি সেন্টারকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য পদক্ষেপ জোরালো করেছেন। ফেব্রুয়ারিতে তিনি বোর্ডের সদস্যদের বরখাস্ত করে নিজেকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন এবং দীর্ঘদিনের প্রেসিডেন্টকে অপসারণ করে তার ঘনিষ্ঠ রিচার্ড গ্রেনেলকে বসান।

 

ট্রাম্প ‘অতিরিক্ত ওয়োক’ হওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির সমালোচনা করেন এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস, ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনো এবং সেকেন্ড লেডি উষা ভ্যান্সকে ট্রাস্টি হিসেবে নিয়োগ দেন।

জুনে হিট মিউজিক্যাল লেস মিজারেবলস-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলে ট্রাম্পের উপস্থিতিতে করতালি ও দুয়ো—দুটোই শোনা যায়।

 

রিপাবলিকানরা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার উত্তরাধিকারের স্মারক রাখতে নানা পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের নাম তার নামে রাখার প্রস্তাবও রয়েছে।

এছাড়া ১০০ ডলারের নোটে বেনজামিন ফ্রাঙ্কলিনের স্থলে ট্রাম্পের ছবি বসানো, মাউন্ট রাশমোরে ট্রাম্পের মুখ খোদাই করা, ট্রাম্পের নামে জাতীয় ছুটির দিন ঘোষণা এবং ওয়াশিংটনের মেট্রো সার্ভিসকে ‘ট্রাম্প ট্রেন’ হিসেবে নতুনভাবে চালুরও প্রস্তাব এসেছে কংগ্রেসে।

 

কেনেডি সেন্টারের এই নাম পরিবর্তনের সংশোধনী মূলত ২০২৬ সালের অভ্যন্তরীণ মন্ত্রণালয় ও পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) অর্থায়ন বিষয়ক বিলের সঙ্গে যুক্ত হয়েছে।

তবে ২,৩৬৪ আসনের এই থিয়েটারের নাম পরিবর্তন কেবল তখনই কার্যকর হবে যদি উভয় কংগ্রেসের কক্ষের অনুমোদন পায়। বর্তমানে সিনেটে রিপাবলিকানদের ৫৩টি আসন রয়েছে এবং বাজেট পাসের জন্য ৬০ ভোট প্রয়োজন, তাই চূড়ান্ত ভোটের আগে ডেমোক্র্যাটরা এই সংশোধনী বাদ দেওয়ার সুযোগ পেতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement