বেবিচকের ফ্লাইট সেফটি পরিচালক আহসান হাবীবকে প্রত্যাহার

বেবিচকের ফ্লাইট সেফটি পরিচালক আহসান হাবীবকে প্রত্যাহার

The Business Daily Desk

Published : ১৪:৪৪, ২৩ জুলাই ২০২৫

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে প্রত্যাহার করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (২২ জুলাই) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার সিদ্ধান্ত জানায়। এর মাধ্যমে গ্রুপ ক্যাপ্টেন আহসান হাবীবকে বিমানবাহিনীতে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

একই সঙ্গে, গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলামকে প্রেষণে বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement