দুর্ঘটনায় আহতদের সহায়তায় বার্ণ ইউনিটের সামনে ছাত্রদলের ননস্টপ কার্যক্রম

Published : ১৭:২৪, ২৩ জুলাই ২০২৫
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্যতিক্রমী মানবিক ভূমিকা পালন করে চলেছে। তৃতীয় দিনের মতো আজও ছাত্রদলের একটি বিশেষ টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের সামনে ননস্টপ মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনায় এ কার্যক্রম শুরু হয় দুর্ঘটনার পরপরই। ছাত্রদলের নেতাকর্মীরা বার্ণ ইউনিটের সামনে আহতদের স্বজনদের জন্য খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ এবং নানান জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছেন নিরবচ্ছিন্নভাবে।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাছিদ বলেন,
“দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমাদের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং এরপর থেকেই বার্ণ ইউনিটে আমরা সার্বক্ষণিক মানবিক সহায়তা দিচ্ছি। আমাদের দায়িত্ববোধ থেকে, দলীয় নির্দেশনার আলোকে, আমরা মানুষের পাশে থাকতে চাই।”
তিনি আরও জানান, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছাত্রদলের ভলান্টিয়াররা হাসপাতালের সামনে অবস্থান করছেন এবং কেউ যাতে সহায়তা ছাড়া না থাকেন তা নিশ্চিত করছেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন প্রয়োজন হবে ততদিন এই মানবিক সহায়তা কার্যক্রম চলবে।
উল্লেখ্য, গত সোমবার রাজধানীর উত্তরা এলাকার পাশে মাইলস্টোন স্কুলের একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। এতে শিক্ষার্থী ও প্রশিক্ষকসহ কয়েকজন গুরুতর আহত হন এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।