টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২৫: কৃত্রিম হাত উদ্ভাবন করে প্রথম হলো ‘রোবোলাইফ টেকনোলজিস’

Published : ০১:৫০, ২৪ জুলাই ২০২৫
ঢাকা, ২৩ জুলাই — পঙ্গু ব্যক্তিদের নড়াচড়া সহজ করতে ইলেক্ট্রোমায়োগ্রাফি (EMG) সংকেতের মাধ্যমে নিয়ন্ত্রিত কৃত্রিম হাত উদ্ভাবন করে ‘রোবোলাইফ টেকনোলজিস’ জিতে নিয়েছে ‘টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২৫’-এর প্রথম পুরস্কার। উদ্ভাবকদের দলনেতা লাভলু বড়ুয়া পুরস্কার হিসেবে পেয়েছেন তিন লাখ টাকার চেক।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে অনুষ্ঠিত দিনব্যাপী এই মেলায় ৩২টি উদ্ভাবনী প্রকল্প থেকে পাঁচটি সেরা উদ্যোগকে পুরস্কৃত করা হয়।
দ্বিতীয় হয়েছে ইডটকো বাংলাদেশ, যারা লোডশেডিংয়ের সময় টাওয়ার বা বিটিএসে বিদ্যুৎ সরবরাহের জন্য ‘উবার পাওয়ার কার’ উদ্ভাবন করেছে। এছাড়া তৃতীয় স্থান অর্জন করে গ্রামীণফোনের জিপি এক্সেলেরেটর, যেটি স্টার্টআপদের জন্য প্রয়োজনীয় রিসোর্স, প্রশিক্ষণ ও বিনিয়োগ সংযোগে কাজ করে।
ইবিতানস-eBitans চতুর্থ হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ ই-কমার্স ওয়েবসাইট তৈরি প্ল্যাটফর্ম উপস্থাপন করে। পঞ্চম অবস্থানে ইডটকোর আরেকটি প্রকল্প, যেখানে বিদ্যমান বৈদ্যুতিক পোলকে টেলিকম টাওয়ার হিসেবে ব্যবহারের ধারণা তুলে ধরা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব (রুটিন দায়িত্ব) জহিরুল ইসলাম, বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী এবং স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শীষ হায়দার চৌধুরী বলেন, “দেশের মানুষের বাস্তব সমস্যাগুলোকে কেন্দ্র করে উদ্ভাবিত সমাধানগুলো বাণিজ্যিকীকরণ করলে তা জাতির জন্য কার্যকর অবদান রাখবে।”
বিটিআরসি চেয়ারম্যান বলেন, “ডাটা এখন সম্পদ, কিন্তু সেটির সঠিক ব্যবহার হচ্ছে না। উদ্ভাবন মানেই শুধু উচ্চ প্রযুক্তি নয়—এটি কতটা মানবকল্যাণে প্রয়োগ করা যায়, সেটাই মূল বিষয় হওয়া উচিত।”
কমিশনার মাহমুদ হোসেন জানান, ৭৬টি আইডিয়ার মধ্য থেকে বাছাই করা ৩২টি আইডিয়া মেলায় উপস্থাপন করা হয়। নতুন উদ্যোক্তাদের সহায়তায় বিটিআরসিতে ইনোভেশন ল্যাব গঠনের উদ্যোগ নেয়া হয়েছে বলেও তিনি জানান।
মেলার সেরা উদ্ভাবকদের পুরস্কার হিসেবে দেওয়া হয়—
-
প্রথম পুরস্কার: ৩ লাখ টাকা
-
দ্বিতীয় পুরস্কার: ১ লাখ ৫০ হাজার টাকা
-
তৃতীয় পুরস্কার: ১ লাখ টাকা
-
চতুর্থ পুরস্কার: ৭৫ হাজার টাকা
-
পঞ্চম পুরস্কার: ৫০ হাজার টাকা
মেলায় উপস্থিত ছিলেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, অংশগ্রহণকারী ও প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।