বিমান দুর্ঘটনার পর মাইলস্টোনে নিস্তব্ধতা, নিরাপত্তায় কড়া পাহারা

Published : ১২:৩৭, ২৩ জুলাই ২০২৫
বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। বুধবার সকাল থেকে মূল ফটকে তালা ঝুলছে, অভ্যন্তরে রয়েছে নিরাপত্তাবাহিনীর কড়া অবস্থান। গেটের বাইরে ভিড় করছেন অভিভাবক, কৌতূহলী জনতা এবং গণমাধ্যমকর্মীরা।
সকাল থেকে মানুষের ভিড় ক্রমেই বাড়তে থাকে। অনেকেই মুঠোফোনে ভিডিও করছেন, ক্যামেরা তাক করে দাঁড়িয়ে রয়েছেন সাংবাদিকরা। ক্যাম্পাসে প্রবেশের অনুমতি না থাকায় সবাই বাইরে থেকেই খোঁজ নিচ্ছেন।
এ অবস্থায় দুর্ঘটনায় নিহত, আহত ও নিখোঁজদের প্রকৃত তথ্য সংগ্রহ এবং একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩২ জনের মৃত্যু হয়। ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং সরকারিভাবে শোক পালনের পাশাপাশি এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।