অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১০ বাংলাদেশি পাচ্ছেন বিনামূল্যে পাসপোর্ট

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১০ বাংলাদেশি পাচ্ছেন বিনামূল্যে পাসপোর্ট

The Business Daily

Published : ১৩:৪৭, ২৬ জুলাই ২০২৫

সম্প্রতি গ্রিসের বাংলাদেশি অধ্যুষিত এলাকা নেয়া মানোলদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ দূতাবাস। ক্ষতিগ্রস্ত ২১০ জন বাংলাদেশি পাবেন বিনামূল্যে নতুন পাসপোর্ট।

গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৩ মে নিয়া মানোলদার একটি কৃষি ক্ষেত্রের শ্রমিক আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আনুমানিক এক হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন ধরনের ক্ষতির শিকার হন।

এর মধ্যে ২১০ জনের পাসপোর্টসহ অন্যান্য সব গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। বাকিদের গ্রিসে বসবাসের রেসিডেন্স কার্ড, স্থানীয় ব্যাংকের এটিএম কার্ড, আফিমি (ট্যাক্স কার্ড), আমকা (চিকিৎসাজনিত কার্ড)-সহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সকল দলিল পুড়ে যায়। ঘটনার পর এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় সরেজমিনে পরিদর্শন করা হয়।

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগমসহ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

যাদের পাসপোর্ট, রেসিডেন্স কার্ডসহ অন্যান্য গ্রিক ডকুমেন্ট নষ্ট হয়ে গেছে তাদের যথাসাধ্য সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়। পরে দূতাবাসের পক্ষ থেকে ১৭-১৮ মে সেখানে ভ্রাম্যমাণ কনজুলার সেবা দেওয়া হয়।

সময় যাদের পাসপোর্ট পুড়ে গেছে তাদের কাছ থেকে বিনামূল্যে পাসপোর্ট আবেদন গ্রহণ করা হয় এবং যাদের পাসপোর্টসহ অন্যান্য সব নথিপত্র পুড়ে যায় তাদের থেকে আগুনে পুড়ে যাওয়া সনদপত্র দিতে বিনামূল্যে আবেদন গ্রহণ করা হয়।

দূতাবাসের সার্বিক প্রচেষ্টায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট ইমিগ্রেশন অধিদপ্তরের সাথে নিয়মিত যোগাযোগপূর্বক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া ২১০ জন বাংলাদেশি নাগরিককে বিনামূল্যে পাসপোর্ট সেবা প্রদানের প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়।

পরবর্তী ২৮-২৯ জুন কনজুলার সেবা দেওয়ার সময় আগুনে পোড়া ক্ষতিগ্রস্তদের মাঝে সনদপত্র স্থানীয় ফায়ার সার্ভিস অফিস থেকে প্রাপ্ত সনদ বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপে সনদের জন্য আবেদন করা সনদসমূহ প্রস্তুত করা হয়েছে। এছাড়া, আগুনে পুড়ে যাওয়া পাসপোর্টগুলো বিতরণের জন্য প্রস্তুত হয়েছে।

আবেদন করা সনদসমূহ এবং পাসপোর্টসমূহ আগামী - আগস্ট নিয়ে মানোলদায় আয়োজিতব্য ভ্রাম্যমাণ কনজুলার সেবায় বিতরণ করা হবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট ইমিগ্রেশন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে পাসপোর্ট প্রদানের উদ্যোগ গ্রহণ করায় দূতাবাসের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

 

শেয়ার করুনঃ
Advertisement