গ্রিসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১০ বাংলাদেশিকে বিনামূল্যে পাসপোর্ট দিচ্ছে বাংলাদেশ দূতাবাস

গ্রিসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১০ বাংলাদেশিকে বিনামূল্যে পাসপোর্ট দিচ্ছে বাংলাদেশ দূতাবাস

The Business Daily

Published : ১৭:২৯, ২৬ জুলাই ২০২৫

গ্রিসের নেয়া মানোলদা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১০ জন বাংলাদেশিকে বিনামূল্যে নতুন পাসপোর্ট সরবরাহ করছে এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস। গত ১৩ মে নিয়া মানোলদার একটি কৃষিখামারে বসবাসরত অভিবাসী শ্রমিকদের আবাসনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শতাধিক বাংলাদেশির বসবাসের স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ১,০০০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিক এই অগ্নিকাণ্ডের শিকার হন। তাঁদের মধ্যে ২১০ জনের পাসপোর্ট, রেসিডেন্স কার্ড, ব্যাংক কার্ড, ট্যাক্স কার্ড (AFIMI), স্বাস্থ্যসেবা কার্ড (AMKA) ইত্যাদি গুরুত্বপূর্ণ দলিল সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এতে তারা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং গ্রিসে তাদের বৈধ অবস্থান সংকটের মুখে পড়ে।

অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই বাংলাদেশ দূতাবাস তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয়। রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা, দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগমসহ অন্যান্য কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। তারা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের দুঃখ-দুর্দশার বাস্তবতা মূল্যায়ন করেন।

পরবর্তী সময়ে, ১৭ ও ১৮ মে নেয়া মানোলদায় একটি ভ্রাম্যমাণ কনজুলার ক্যাম্প পরিচালনা করে দূতাবাস। সেখানে পাসপোর্ট হারানো বা পুড়ে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে নতুন পাসপোর্টের জন্য বিনামূল্যে আবেদন গ্রহণ করা হয়। একইসঙ্গে স্থানীয় ফায়ার সার্ভিস অফিস ও অন্যান্য সংস্থার সহযোগিতায় ‘আগুনে ক্ষতিগ্রস্ত’ মর্মে প্রয়োজনীয় সনদপত্র সংগ্রহ ও বিতরণের প্রক্রিয়া শুরু হয়।

এই মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় একযোগে কাজ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সঙ্গে দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখে। এরই ধারাবাহিকতায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১০ জন বাংলাদেশি নাগরিককে বিনামূল্যে নতুন পাসপোর্ট প্রদানের প্রয়োজনীয় অনুমোদন ও লজিস্টিক সহায়তা প্রদান করা হয়।

পরবর্তী ২৮-২৯ জুন দ্বিতীয় দফায় নেয়া মানোলদায় আরও একটি কনজুলার সেবা ক্যাম্প পরিচালিত হয়। সেখানে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে সনদপত্র এবং স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় প্রাপ্ত নথি বিতরণ করা হয়।

বর্তমানে, ক্ষতিগ্রস্তদের জন্য প্রস্তুতকৃত নতুন পাসপোর্টগুলো বিতরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আগামী ২-৩ আগস্টের মধ্যে আবারও নেয়া মানোলদায় ভ্রাম্যমাণ কনজুলার সেবা ক্যাম্প পরিচালিত হবে, যেখানে এই পাসপোর্ট এবং সনদপত্র সরাসরি ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হবে।

বাংলাদেশ দূতাবাস এই মানবিক সহায়তা কার্যক্রমে সংশ্লিষ্ট সব সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, “এই দূর্যোগে প্রবাসীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দূতাবাস সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে যেন প্রবাসী বাংলাদেশিরা বিদেশের মাটিতে নিজেকে একা না ভাবেন।”

এছাড়াও দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর ও সমন্বিত ব্যবস্থার কথা বিবেচনা করা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement