হাসপাতালে নুরকে দেখতে ছুটে গেলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা

Published : ১০:৪৭, ৩০ আগস্ট ২০২৫
ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সঙ্গে গণঅধিকার পরিষদের সংঘর্ষে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে নৃশংসভাবে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঘটনার খবর পেয়ে শুক্রবারই হাসপাতালে নুরকে দেখতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। এসময় তার নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দলও সেখানে উপস্থিত হয়।
এছাড়া গণঅধিকার পরিষদের সদস্য সচিব রাশেদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা হাসপাতালে উপস্থিত হয়ে নুরের খোঁজখবর নেন।
জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমদ খান, সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবিব, মজলিসে শুরা সদস্য মেসবাহ উদ্দিনসহ আরও অনেকে।
BD/AN