সংঘর্ষের ইট মাথায়, হাসপাতালে মোবাইল সাংবাদিক রুহুল আমীন

Published : ১৬:০৯, ৩০ আগস্ট ২০২৫
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদ (জিওপি) কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বাংলাদেশ টাইমসের মোবাইল সাংবাদিক রুহুল আমীন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দিকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল অতিক্রম করার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে উভয় পক্ষই একে অপরকে আক্রমণ করে।
সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে দায়িত্ব পালনকালে সাংবাদিক রুহুল আমীন মাথায় ইটের আঘাত পান। পরে পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
ঘটনা নিয়ে উভয় দলের পক্ষ থেকেই একে অপরকে দায়ী করা হয়েছে। গণঅধিকার পরিষদের উচ্চ পর্যায়ের নেতা আবু হানিফ অভিযোগ করে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। এমনকি সাংবাদিকদেরও রেহাই দেয়নি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”
অন্যদিকে, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব খন্দকার দেলোয়ার জালালী দাবি করেন, “গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাই আমাদের কার্যালয়ের দিকে হামলা চালিয়েছে। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। এমনকি সাংবাদিক ও পুলিশকেও লক্ষ্য করে হামলা করা হয়েছে, যা দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
BD/AN