লুট করতে গিয়ে লুটিয়ে পড়ল ফুল মিয়া

Published : ১৭:০৬, ৩০ আগস্ট ২০২৫
খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ঘটেছে এক অভিনব নাটকীয় কাণ্ড। মা–মেয়েকে চেতনানাশক জুস খাইয়ে সর্বস্ব লুটের চেষ্টা করছিল ফুল মিয়া (৫৫) নামে এক প্রতারক। তবে শেষ পর্যন্ত যাত্রীদের বুদ্ধিমত্তায় ধরা পড়ে নিজেই অজ্ঞান হয়ে যায় সে।
শনিবার (৩০ আগস্ট) ভোরে ঘটনাটি ঘটে। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে পুলিশ ভুক্তভোগী মা–মেয়ে ও অজ্ঞান পার্টির ওই সদস্যকে উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৌশিলা রায় (৫০) ও তার মেয়ে বীথি রানী (২৮) দিনাজপুর থেকে সৈয়দপুরে যাচ্ছিলেন। তাদের পাশের আসনেই বসা ছিল প্রতারক ফুল মিয়া, যিনি রংপুরের মিঠাপুকুর এলাকার বাসিন্দা। আলাপচারিতার একপর্যায়ে তিনি মা–মেয়েকে জুস পান করান। কিছুক্ষণের মধ্যেই দুজন অজ্ঞান হয়ে পড়লে ফুল মিয়া তাদের কানের দুল ও নাকের ফুল খোলার চেষ্টা করে।
তখন একই বগির যাত্রী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রহিমের সন্দেহ হয়। তিনি সঙ্গে সঙ্গেই ফুল মিয়াকে আটক করে জেরা শুরু করেন। প্রথমে অস্বীকার করলেও কথার অসংলগ্নতায় ধরা পড়ে সে। পরে যাত্রীরা তাকে নিজের জুস পান করাতে বাধ্য করলে কয়েক মিনিটের মধ্যেই সে নিজেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এ সময় পুরো ঘটনা পরিষ্কার হয়ে যায়।
এরপর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হলে সৈয়দপুর স্টেশনে পৌঁছে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী জানান, ভুক্তভোগী মা–মেয়ে ও আটক প্রতারক—তিনজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনো কারও জ্ঞান ফেরেনি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও জানান, আটক ফুল মিয়া একজন পেশাদার অপরাধী। দেশের বিভিন্ন রেলওয়ে থানায় তার বিরুদ্ধে অজ্ঞান করে লুটপাটের একাধিক মামলা রয়েছে।
BD/AN