স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী কনফারেন্স

Published : ১৮:৩৬, ৩০ আগস্ট ২০২৫
শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী বিকাশ এবং ক্যারিয়ার-ভিত্তিক দক্ষতা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে সিআর কনফারেন্স-২০২৫।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিসিপিসি) এর আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের ক্লাস রিপ্রেজেন্টেটিভরা (সিআর) একত্রিত হন।
কনফারেন্সে প্রেরণাদায়ী বক্তব্য রাখেন এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দ্য ডেইলি স্টারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেনজির আবরার, দীপন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর (অবসরপ্রাপ্ত মেজর) ড. নাসির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার রিশান মাহমুদ রনি। তারা ভবিষ্যৎ নেতৃত্ব গঠন এবং কর্মজীবনে সফলতার জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান। এ ছাড়া উপ-উপাচার্য প্রফেসর ড. মে: ইউনুস মিয়া, ট্রেজারার প্রফেসর ড. মো: জিয়াউল হাসান, প্রক্টর অ্যাসোসিয়েট প্রফেসর ড. মৃত্যুঞ্জয় আচর্য্য, পাবলিক রিলেশনস ডিভিশনের প্রধান প্রদীপ্ত মোবারকসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কনফারেন্সে সভাপতিত্ব করেন সিসিপিসি’র এইচওডি তামান্না জেরিন এবং সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকিউর রহমান।