মাইরও খায়, আদরও পায়’—নুরকে নিয়ে প্রিন্স মাহমুদ

মাইরও খায়, আদরও পায়’—নুরকে নিয়ে প্রিন্স মাহমুদ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩৯, ৩০ আগস্ট ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী মুখ নুরুল হক নুরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। শুক্রবার (২৯ আগস্ট) রাতে তিনি হামলার শিকার হওয়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনরা নিজেদের মতামত জানাচ্ছেন। সেই ধারায় অংশ নিয়েছেন জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদও।

কয়েক বছর আগে নুরকে নিয়ে করা নিজের একটি পোস্টের স্ক্রিনশট শনিবার (৩০ আগস্ট) সকালে ফের ফেসবুকে শেয়ার করেন প্রিন্স মাহমুদ।

ওই পোস্টে তিনি নুরকে তুলনা করেছিলেন একান্নবর্তী পরিবারের ছোট ছেলের সঙ্গে—যে একদিকে মারও খায়, আবার সবার আদরও পায়, এমনকি মাংসের বড় টুকরোগুলোও তার ভাগ্যে জোটে।

তার পোস্টে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক নেটিজেন মন্তব্য করেছেন—“নূরের মার খাওয়া আর মারা দুটোই আসলে ডিপ পলিটিক্স।”

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হন নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় সঙ্গীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement