“নুরকে নয়, সম্রাটকে পেটিয়েছে মেরুন পোশাকধারী”—রাশেদ খান

“নুরকে নয়, সম্রাটকে পেটিয়েছে মেরুন পোশাকধারী”—রাশেদ খান

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০২, ৩০ আগস্ট ২০২৫

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে ফ্যাসিবাদবিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় হামলার মুখে পড়েন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঘটে যাওয়া এ ঘটনায় সংগঠনটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর অবস্থায় নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

হামলার সময় মেরুন রঙের টি-শার্ট পরা এক ব্যক্তিকে বেশ আক্রমণাত্মক আচরণ করতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই তিনি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর অমানবিকভাবে আঘাত করেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠছে—মেরুন রঙের পোশাক পরা ওই ব্যক্তি আসলে কে?

শনিবার (৩০ আগস্ট) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, ওই হামলাকারী আসলে পুলিশের কনস্টেবল মিজানুর রহমান। তার বিপি নম্বরও (৯৭১৭১৯৭২৪৩) প্রকাশ করেন তিনি।

রাশেদ খান তার পোস্টে আরও উল্লেখ করেন, মেরুন টি-শার্ট পরিহিত ব্যক্তি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা চালিয়েছে। তবে, সামাজিক মাধ্যমে যেমন দাবি করা হচ্ছে যে সে নুরকে পিটিয়েছে—এটি সঠিক নয়। ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের সনাক্ত করার আহ্বান জানান তিনি।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement