প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ফলপ্রসূ: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ফলপ্রসূ: মির্জা ফখরুল

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৫০, ৩১ আগস্ট ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠককে ‘ফলপ্রসূ’ আখ্যা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরাও তা বিশ্বাস করি।”

তিনি আরও জানান, নির্বাচনকালীন সরকার ব্যবস্থাপনা ও রাজনৈতিক পরিবেশ নিয়ে বিএনপির উদ্বেগ-প্রত্যাশার বিষয়টি বৈঠকে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। তবে জাতীয় পার্টি নিষিদ্ধকরণ ইস্যুতে কোনো আলোচনা হয়নি বলেও পরিষ্কার করে দেন তিনি।

বিএনপি মহাসচিবের ভাষায়, “আমাদের আশঙ্কা—নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে একটি চক্রান্ত সক্রিয় রয়েছে। তবে আশঙ্কার কিছু নেই। নির্বাচন কমিশন যে সিডিউল ঘোষণা করেছে, সেই সময়েই ভোট অনুষ্ঠিত হবে—এমনটাই প্রধান উপদেষ্টা আমাদের নিশ্চিত করেছেন।”

তিনি আরও বলেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা প্রধান উপদেষ্টার এখতিয়ারের মধ্যেই পড়ে। তারেক রহমান ও প্রধান উপদেষ্টার আলোচনাও ফলপ্রসূ হয়েছে এবং এর ফলে দেশবাসী আশ্বস্ত হয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গও বৈঠকে এসেছে। এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, “আমাদের রাজনৈতিক নেতা নুরুল হক নুরের ওপর যে আক্রমণ হয়েছে, সেটি প্রধান উপদেষ্টা গুরুত্বের সঙ্গে নিয়েছেন। আমরা স্পষ্টভাবে জানিয়েছি—এটি একটি গর্হিত ও উদ্বেগজনক ঘটনা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এর সুষ্ঠু তদন্ত জরুরি।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement