নুরুল হক নুর ধীরে ধীরে সুস্থ, এক সপ্তাহের মধ্যে ছাড়পত্র সম্ভাবনা

নুরুল হক নুর ধীরে ধীরে সুস্থ, এক সপ্তাহের মধ্যে ছাড়পত্র সম্ভাবনা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৩০, ৩১ আগস্ট ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাঁর সর্বশেষ সিটিস্ক্যান রিপোর্ট আশাব্যঞ্জক এসেছে। সবকিছু ঠিকঠাক থাকলে এক সপ্তাহের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। রোববার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এর আগে তিনি বলেছিলেন, নুরুল হকের মাথায় গুরুতর আঘাত রয়েছে। নাকের হাড় ভেঙে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল, যদিও এখন তা বন্ধ হয়েছে।

নুরের চিকিৎসা তদারকির জন্য ইতোমধ্যে ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁকে দেখতে হাসপাতালে যান।

এদিকে নিরাপত্তা বাহিনীর নির্বিচার হামলার ঘটনায় সর্বত্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক দল সমাবেশ-মিছিল করে এ ঘটনার তীব্র নিন্দা জানায়। তাদের অভিযোগ—এ হামলার মধ্য দিয়ে দেশে নতুন রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে। একই সঙ্গে জনমনে প্রশ্ন উঠেছে, হঠাৎ করে নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ কেন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement