ভিসা বৈধ, সব কাগজ ঠিক—তারপরও ফ্লাইটে উঠতে বাঁধা

ভিসা বৈধ, সব কাগজ ঠিক—তারপরও ফ্লাইটে উঠতে বাঁধা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:২০, ৩১ আগস্ট ২০২৫

সৌদি এয়ারলাইনসের চেক-ইন কাউন্টারের অজ্ঞতা ও ভুল সিদ্ধান্তের কারণে কক্সবাজারের তরুণ মোহাম্মদ হোসাইন দোহা গমনের সুযোগ হারিয়েছেন—এমন অভিযোগ তুলে ফেসবুকে একটি পোস্ট দেন এফএনএফ ট্র্যাভেল বিডির প্রতিষ্ঠাতা কাজী মারুফ আহমেদ।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টা ৩৯ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি বিস্তারিত লেখেন—

পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে মোহাম্মদ হোসাইন বৈধ ভিসা ও ম্যানপাওয়ার কার্ড হাতে ৮৪ হাজার টাকা খরচ করে সৌদি এয়ারলাইনসের টিকিট কেটেছিলেন। তার গন্তব্য ছিল ঢাকা থেকে দোহা। ভিসার মেয়াদ শেষ হওয়ার মাত্র দুই দিন আগে তিনি এই টিকিট কিনতে বাধ্য হন। বিপুল অর্থ জোগাড় করতে গিয়ে তিনি ধার-দেনায় জর্জরিত হয়ে পড়েন।

৩১ আগস্ট রাত ২টার ফ্লাইট (ঢাকা-দোহা, SV 803)-এর জন্য তিনি নিয়ম মেনে ফ্লাইটের চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হন। সব কাগজপত্র বৈধ থাকা সত্ত্বেও এয়ারলাইনসের চেক-ইন কাউন্টারে তাকে বোর্ডিং পাস দেওয়া হয়নি। অভিযোগ ছিল, তার ভিসা শো করছে না। অথচ প্রবাস কল্যাণ ডেস্কে যাচাই করে দেখা যায়, ভিসা সম্পূর্ণ বৈধ। ফলে অকারণে তিনি ফ্লাইট মিস করেন।

এখন প্রশ্ন উঠছে—একজন প্রবাসীর রক্ত-ঘামের টাকায় কেন এমন অন্যায় আচরণ করা হলো? এই ক্ষতির দায় নেবে কে? সংশ্লিষ্টদের প্রতি আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।

বর্তমানে হোসাইন সাহেব এখনো বিমানবন্দরে অপেক্ষা করছেন সমস্যার সমাধানের আশায়। গত রাত থেকে তিনি কখনো প্রবাস কল্যাণ ডেস্ক, কখনো দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, কখনো বিমানবন্দর কর্তৃপক্ষের আশ্বাসে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছেন। তার বাড়িতে দুই মেয়ে অপেক্ষা করছে। অথচ তিনি এখানে থেকে ফিরে যাওয়ারও কোনো সুযোগ পাচ্ছেন না।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement