প্রেমে পাগলামি: প্রেমিকার জন্য পুরো গ্রাম অন্ধ!

প্রেমে পাগলামি: প্রেমিকার জন্য পুরো গ্রাম অন্ধ!

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০০, ৩১ আগস্ট ২০২৫

সিনেমার পর্দায় দেখানো যুক্তি-বুদ্ধিহীন প্রেম যদি বাস্তব জীবনের প্রেমিক যুগলকেও অনুপ্রাণিত করে, তখন ঘটে যেতে পারে এমন কিছু ভয়ংকর ঘটনা যা বাস্তবকে কাঁপিয়ে দিতে সক্ষম।

সম্প্রতি ‘সাইয়ারা’ সিনেমার কৃষ ও বাণীর প্রেমকাহিনির মতোই এক বাস্তব প্রেমকাহিনী সামনে এসেছে। প্রেমিকার ফোন বারবার ব্যস্ত থাকায় রাগে এক যুবক নিজের উত্তেজনা প্রকাশ করতে হাইটেনশন ইলেকট্রিক পোলে উঠে বিদ্যুতের তার কেটে দেন। তার ফলশ্রুতিতে পুরো গ্রামের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যায়।

প্রেমে মত্ত এই যুবক নিজের প্রেমিকার মনোযোগ আকর্ষণের জন্য এই চরম পন্থা বেছে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, তিনি লোহার একটি বড় তার কাটার যন্ত্র ব্যবহার করে একের পর এক বিদ্যুতের তার কেটে দিচ্ছেন। ভিডিওটি ঠিক কোন এলাকায় ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়।

ভিডিওটি দেখার পর নেটিজেনদের মধ্যে কমেন্টের বন্যা ছড়িয়েছে। একজন লিখেছেন, “অনেক প্রেমিককে দেখেছি, কিন্তু এই প্রথম প্রেমের জন্য এমন পাগল প্রেমিক দেখলাম।” আরেকজন মজা করে বলেছেন, “প্রেমের ক্ষোভে সাধারণত প্রেমিকরা নিজের হাতে আঘাত করে, এ তো গোটা গ্রামের বিদ্যুৎ কেটে দিল।” একজন আরও মন্তব্য করেছেন, “কথায় আছে প্রেমে অন্ধ, কিন্তু এই প্রেমে গোটা গ্রাম অন্ধ।”

এরকম ঘটনা এবারই প্রথম নয়। ২০২২ সালে বিহারের পূর্ণিয়া জেলার গণেশপুর গ্রামে এক ব্যক্তি অন্ধকারে গোপনে তার বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতেন। আশপাশের এলাকার বিদ্যুৎ সচল থাকলেও তার গ্রামের দুটি থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ ছিল না। স্থানীয়রা অবশেষে এ অবিরাম বিদ্যুৎবিভ্রাটের কারণ জানতে পেরে হতবাক হন এবং দ্রুত যুবকের গোপন রহস্য উন্মোচিত হয়।

শেয়ার করুনঃ
Advertisement