গুলশানের হোটেল ওয়েস্টিনে উদ্ধার মার্কিন নাগরিকের মরদেহ

গুলশানের হোটেল ওয়েস্টিনে উদ্ধার মার্কিন নাগরিকের মরদেহ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:০৯, ১ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর গুলশানে অবস্থিত বিলাসবহুল হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে।

রোববার (৩১ আগস্ট) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের নাগরিক জ্যাকসন গত ২৭ আগস্ট হোটেল ওয়েস্টিনে একটি কক্ষ ভাড়া নেন। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মাধ্যমে ওই রুমটি নেওয়া হয়। তবে গত দুই দিন ধরে তিনি কোনো ধরনের খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা দূতাবাস এবং পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে দূতাবাসের একটি মেডিকেল টিম এবং পুলিশের দল হোটেলে গিয়ে জ্যাকসনের কক্ষের ভেতরে প্রবেশ করে। সেখানে দেখা যায়, তিনি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।

ওসি হাফিজুর রহমান আরও বলেন, মৃত্যু স্বাভাবিক মনে হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ লিখিতভাবে মরদেহ গ্রহণ করে নিয়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জ্যাকসন ব্যবসায়িক কাজের জন্য বাংলাদেশে এসেছিলেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement