ভুয়া আইডি দিয়ে বিভ্রান্তি ছড়ানোয় আইনি পদক্ষেপ নেবেন হাসনাত

ভুয়া আইডি দিয়ে বিভ্রান্তি ছড়ানোয় আইনি পদক্ষেপ নেবেন হাসনাত জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০৩, ১ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছে একদল দুষ্কৃতিকারী। আশ্চর্যের বিষয় হলো, ওই ভুয়া অ্যাকাউন্টটিতে ব্লু ব্যাজ ভেরিফিকেশনও করা হয়েছে। একই সঙ্গে হাসনাত আব্দুল্লাহর প্রকৃত অ্যাকাউন্টটিকে ব্লক করে দিয়েছে তারা।

 হাসনাত আব্দুল্লাহর মূল ফেসবুক অ্যাকাউন্ট

রোববার (১ সেপ্টেম্বর) সকালে এক গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিষয়টি নিশ্চিত করেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, “আমার ছবি ব্যবহার করে, আমার নামে ভুয়া স্ট্যাটাস দিয়ে ভ্যারিফায়েড করা অ্যাকাউন্টটি আসলে আমার নয়। এটি সম্পূর্ণ ষড়যন্ত্র। দুষ্কৃতিকারীরা আমাকে ব্লক করেও দিয়েছে। আমার আসল ফেসবুক অ্যাকাউন্ট হলো লাল প্রোফাইল আর কালো ব্যাকগ্রাউন্ডের কাভার ফটো, যেখানে লেখা আছে— ‘আমি কখনো হারিনি, হয় জিতেছি নয় শিখেছি’। এর বাইরে আমার অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। আমার বায়োতেও লেখা রয়েছে— ‘তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়…’।”

 হাসনাত আব্দুল্লাহর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট

হাসনাত আব্দুল্লাহ আরও জানান, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি তৈরি করছে, তাদের বিরুদ্ধে তিনি খুব শিগগিরই আইনগত ব্যবস্থা নেবেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement