কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আহত

কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আহত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:০৭, ২৩ জানুয়ারি ২০২৬

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে। কেরানীগঞ্জ মডেল উপজেলার জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনার পরপরই দ্রুত পালিয়ে যায়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে হাসান মোল্লার ওপর এ হামলা চালানো হয়।

এ বিষয়ে ঢাকা-২ আসনে ধানের শীষের প্রার্থী আমান উল্লাহ আমানের একান্ত সচিব মো. উজ্জল বলেন, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাকে গুলি করে পালিয়ে গেছে।

গুলিটি হাসান মোল্লার পেটের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। বর্তমানে তার শারীরিক অবস্থা গুরুতর এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

ওসি এম সাইফুল আলম আরও জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তিনি বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement